কবিতাগুচ্ছ * সুধাংশুরঞ্জন সাহা
পেন্সিলে আঁকা জীবন
১৫.
কেউ কেউ জানে কোন বীজে বোধি বৃক্ষ,
কোন বাঁশি ঢেউ তোলে ব্যথার পুকুরে!
বুকের অতলে এক সরোবর জাগে,
কারা বসে তাঁত বোনে শব্দ জুড়ে জুড়ে?
কে খোড়ে অনন্ত কুয়ো হৃদয় গভীরে!
কে করে গরল পান বসে নদী তীরে?
১৬.
যত ভাবি কাছে যাব, দূরে যাই তত,
ভিনদেশি তোকে তবু বারেবারে ডাকি।
মুখোমুখি হতে চাই চোখে রেখে চোখ
শুধু বলি ফিরে আয়, ফিরে আয় পাখি।
ভালোবাসা ফুরোয় না, এইটুকু জানি,
কে হারাতে ভালোবাসে প্রিয় মুখখানি!
১৭.
সব নয় তছনছ, কান পেতে শোনো
মানুষের হাত ছেড়ে কেন দূরে যাব?
নিজ হাতে লিখে যাব শেষ পরোয়ানা
কোথায় গেলে হারানো পাখি খুঁজে পাব!
শিমুল পলাশ নয় ভালোবাসি পথ।
নানা পথে ঘুরে আমি নিয়েছি শপথ।
১৮.
আমি তো একলা নয়, পিছু নেয় ছায়া।
আমি লিখি পদ্য, ছায়া ডিগবাজি খায়।
গল্পকথা সব নয়, সত্য ভুরি ভুরি,
সাপলুডোতেই দুই মাতালের সায়।
কে কার আপনজন, কে কার স্বজন?
রক্ত নয় ছায়া নয় সব জানে মন।
১৯.
হাত পেতেছি নদীর কাছে : গতি চাই,
গাছের কাছে পেতেছি হাত : ক্ষমা চাই।
শীত যায় শীত যায়, বসন্ত শিয়রে,
প্রেম প্রেম খেলা শেষে একা দুঃখ পাই।
অলীক ব্যথায় আজ ভেঙে যায় বুক,
দহন জ্বালায় জ্বলি, মনে নেই সুখ।
২০.
আমাদের ছাদ নেই, নেই চিলেকোঠা,
লালদিঘি, তালদিঘি সব গেছে খোয়া।
ওঠো বাংলা হাঁটো বাংলা সব পথ খোলা
উথালপাথাল নদী, মানা নয় ছোঁয়া।
মেঘছায়া চোখে ঘোর কে তুমি অমৃতা?
ছিন্নমূল, পথশিশু বলে না সেকথা।
২১.
কেন তোল স্মৃতিকথা,কেন আঁকো চোখ?
পুরোনো বাতাসে যদি ভিজে ওঠে বুক!
সেদিনের ক্যানভাস জুড়ে আছে কালি,
আমার হৃদয়ে থাক কুয়াশা অসুখ।
সে আলোয় ভিজি আমি আর ভেজে মন,
রাতের জোনাকি ভেজে, ভেজে বাদাবন।
২২.
এসেছে শরৎকাল থোকা থোকা মেঘে,
মাঠে মাঠে কাশফুল, ঘন ঘন দোলে।
পুকুরে শাপলা ফুল ফুটে আছে জলে,
বাতাসে ঘুঙুর বাজে একা মন ভোলে।
কথা শেষ অপচয়ে, গাঢ় নীরবতা,
আকাশে মেলেছে ডানা অবশিষ্ট কথা।
******************************************************************************************************
সুধাংশুরঞ্জন সাহা
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০ ইত্যাদি।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন