প্রদীপ গঙ্গোপাধ্যায় * দুটি কবিতা
আলোঘুম
নেহাতই ডান হাতে কিছু খাবার লেগে থাকে
বাঁ হাত বাড়িয়ে দিই অমলিন দুঃখের গানে
সাবেকী গয়না ঢাকা শালগ্রামে মাথা ঠুকে দেখি
ভাঙনের কিনারায় তুমি নাকি বৃহস্পতিবার
পূর্ণিমা ধান চোখ পেতে...
গল্প করার মতো সূর্যাস্ত আর ঘটে না কখনও
খড়কুটো গ্রামের ভিতর পৌষালি কাটাছেঁড়া চলে
কথাগুলো পরপর ভেসে অদ্ভুত অর্থের ঘুম নেই
ভাঙতে ভাঙতে তবু রাস্তায় ডুবে গেছে আলো
সাদা স্তরের ফুলহারে আভরণ ধুয়ে ফেলি সব...
চুপ
এখানে ভীষণ ভাবে একা
কুয়াশা পাতার গায়ে ঝরে
এখানে স্টেশন পেতে রাখি
এখন একটু চুপ করো...
এখানে দূরের কেউ থাকে
তাকেই আদর করি খুব
এখানে জলেরও শীত করে
এখন প্রণত হই এসো...
মাটির দাওয়ায় বসে বসে
গাছের পায়ের কাছে বসে
এখানেই ঘূণ হয়ে গেছি...
পাতা নেই পাতা নেই তবু
এখন একটু চুপ করো...
*********************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন