বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

দেবার্ঘ সেন




দেবার্ঘ সেন * দু'টি কবিতা







আনরিচেবল

ছবির পেছনে স্টোরি জুড়ে দেওয়া 

আদিখ্যেতার শরীর

সে শরীরের রক্ত, দেওয়ালে প্রকট ঘৃণা—

পৃথিবীর খাঁজকাটা বিবেক, ভ্রমণে গেলে যাও

এই মুহূর্তে আমি নিজেকেও চিনিনা


হা স পা তা ল  ত র ল  হয়ে যায়


অসহায় চোখে, প্রাণের আকুতি 

ঘাটে এসে লাগে যুগের জঞ্জাল 

এঁকেবেঁকে চলে যায় বিষধর সাপ


গতরাত থেকে, আমিও জানি না কেন

দেবার্ঘ সেন-কে কিছুতেই ফোনে পাচ্ছি না।













পরিণতি

চিনতে খুব অসুবিধা হচ্ছে 

এ কোন প্রাচীন সময়!! 

ভেঙে যাচ্ছে বিস্ময়ের সৌধ সব,

নষ্ট হচ্ছে তোমার চোখ—

খেলার সর্বাংশ আজ পাথর পরিণতি। 


মন, তুমি কি এসব কিছু চেয়েছিলে

আঘাতের লোভ থেকে তরল নীলে

প্রশান্তি কই!!

কোনদিকে জরুরি উষ্ণতা কিংবা শীত

আমাকে ফ্রিজে রেখে, 

দিয়ে চলে গেলে তালা?

পাগলের ভ্রূপল্লবে যেহেতু থাকে না

বিত্তের ইঙ্গিত!!










****************************************************************************************************



দেবার্ঘ সেন

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । গত বইমেলায় প্রকাশিত ----


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন