বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

বিকাশ চন্দ

 



বিকাশ চন্দ * দু'টি কবিতা










শেষ গোধূলির চুমুক

কেউ কেউ বলেছিলেন আত্মহত্যায় জাগে পুন্যির দ্বিজ জন্ম
এ তো স্বভাব দোষের বিরাগ ভাজন মসকারা 
ভেবে নিতে আজকাল বড় কষ্ট হয় প্রাত্যহিক বিরোধ 
প্রচলিত সময়ের যেটুকু কথাবার্তা অস্তিত্ব তাও 
উন্মুক্ত সময়ের জীবিতেরা জানে বাঁধা পড়ে আছে সহবত 
গাজী পীর পন্ডিত পাদ্রী ইমাম ঈশ্বর সন্তান আরও
অশরীরী চেতনার গল্পে ভেসে যায় প্রদীপ আত্মা 
নরক দুর্গে চিরকাল বাঁধা পড়ে আছে আরাধ্যা জীবন 

জলে রক্তে কেবলই প্রতিদিন খুঁজি একান্ত আত্ম ক্ষরণ 
ইতিহাস খুঁজে ফেরে অপহৃত হয়ে যায় ভাষা মুখ 
সাপেদের বিষের মত প্রতিদিন কথার ভেতর উদগীরণ 
প্রতিবাদী ফনা উপড়ে ফেলে বিজাতীয় জন্ম পাথর 

জীবন সত্ত্বের গল্প ছিঁড়ে খায় জন্মের অঙ্কুর
খেলাচ্ছলে কথা গানে একাকার বিষণ্ণ সন্ন্যাসী ফকির 
অচেনা উরুগ্রন্থি ভেসে যায় প্রতিদিন ভেজে জল মাটি 
পরম্পরা যতই ভাঙ্গে ঘিরে ধরে ধোঁয়া আগুন বিভাজন 
নির্বাণ কাল বাঁচিয়ে রাখে সুজাতা গৌতমী মরিয়ম 
সকল উচ্চারণ ঠোঁটে ছুঁয়ে যায় শেষ গোধূলির চুমুক 













প্রতিমার শ্বাস জানে শরীরী স্পর্শক

রাতের ভেতর তখন আলোর আরাধনা 
নির্বিকার তথাগত উজাড় করেছেন বরাভয় 
চলমান সময় থমকে দাঁড়ায় করজোড়ে 
চোখের জলে বিনীত উৎস কালের মায়া 
আলোময় কাঙ্খিত উপাচার আত্ম গরিমায়
নির্নিমেষ তাকিয়ে রয়েছি আগামী রাতের বরাভয় ডাকে
আলো ভেঙে আশ্চর্য আলোর আপ্যায়ন জীবনের সুখে

কলকলিয়ে কলতান জানে আলোর নিহিত শব্দাবলী 
জন্মকাল ছুঁয়ে চিরন্তন মায়া আত্মার জলছবি আঁকো 
চিরায়ত অস্ফুটস্বরে কে শোনায় জীবনের গান 
না চাইলেও সংসারে আলোর উদ্ভাসন জানে 
জানে বিনীত লৌকিক বন্দনায় আলোর আরাত্রিক 

হয়তো দিগন্ত রেখা জানে কখন জাগে সূর্য রেখা
মানুষের উত্তাপে গলে পড়ে নির্ভুল অপরাধ যত
আত্মার গভীরে যত আলো জানে হৃদয়ের অপার উষ্ণতা 
আশ্চর্য নীরবতায় প্রতিমার শ্বাস জানে শরীরী স্পর্শক




************************************************************************************************



বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন