তীর্থঙ্কর সুমিত * দু'টি কবিতা
আত্মকথন
এখন বিশেষ কোনো ব্যথা পাইনা
চাঁদের গুহার দিকে তাকিয়ে দেখি
আমার ছায়া ___
একটানা বেশ কয়েকদিন
সহসা রাতের বেলায়
আমার মা
ঘুম পাড়ানি গান গেয়ে
ঘুম পাড়িয়ে দেয়
স্পষ্ট অবহেলায় দেখি
ফলসা গাছটা
বেশ বড় হয়ে উঠেছে
ডানা না ঝাপটে কিভাবে আকাশে ওড়া যায়
তার একটা রিহার্সাল করছি মাত্র।
অনিবার্য
অনিবার্য কারণ বশত কিছু সময়
উঠে আসে আমার সাদা পাতায়
তখন তোমার নোটিশবোর্ডে লেখা থাকে
ফেলে আসা দিনের গল্প
হারাতে হারাতে এখন শালিক
একাই খুঁটে খায় আমার অন্দরমহলের অপ্রয়োজনীয় খাবার
আর আমি!
বিনোদিনীর সাদা শাড়িতে নক্সাকাটা সময়ের...
মহেন্দ্র হতে চাই।
*********************************************************************************************
১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত পত্রিকার নাম "আহোরী" নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব, কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য ভাস্কর, স্বাধীন কলম সেনানী ইত্যাদি উপাধিতে ভূষিত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন