বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অণুগল্প * প্রভাত ভট্টাচার্য





ণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি ----



ক্ষিধে 

প্রভাত ভট্টাচার্য 


আকাশে পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে চারদিক। তারই মাঝে একজন এসে বসল পার্কের বেঞ্চে ।

লোকটাকে দেখে দুঃস্থ বলেই মনে হয়। হাতের ঠোঙা থেকে কিছু নিয়ে খাচ্ছে। বোঝা যাচ্ছে যে বেশ ক্ষুধার্ত রয়েছে সে। খাওয়া শেষ হতে তার মুখে চলে এল এক পরিতৃপ্তির ছাপ। 

     তারপর সে চেয়ে রইল আকাশের দিকে। চেয়েই রয়েছে শুধু। দেখছে অসীম আকাশ, পূর্ণচন্দ্র আর চন্দ্রালোকের স্নিগ্ধ ছটা। 

      আগে হয়তো সে এভাবে চাঁদের আলোয় বসে প্রকৃতিকে উপভোগ করে নি সে এখন অন্যরকমের ক্ষিধে মেটাচ্ছে  - দেখার ক্ষিধে, মনের ক্ষিধে।



************************************"**************************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর একটি গ্রন্থ --- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন