গোবিন্দ মোদক * দু'টি কবিতা
স্মৃতিবাহার
মুখচোরা কিছু স্মৃতিকে অবগাহন দেবো বলে
আমি একটা বিষণ্ণ নদী খুঁজি
কিন্তু তেমন কোনও চূর্ণী মাথাভাঙ্গা
আমার নজরে পড়ে না।
জলজ শ্যাওলার দল শ্লেট হাতে ফিরে যায়
নদীতীরের কোঠাবাড়ি জুড়ে বাদুড়ের বাসা
ভাঙা দেওয়ালে ইঁটের আঁচড়ে লেখা
তার পাশে কেউ লিখে রাখে
— এসব আমার চোখে পড়ে।
ফিরে আসবার আগেই
নদী আমার পথরোধ করে বলে —
এসেছো যখন একটা নুড়ি নিয়ে যাও
স্মৃতির নমুনা হোক
আর তোমার মনে জ্বলুক পারাবত-প্রিয়া।
দীর্ঘশ্বাস আসে আমার
তবু হাই তুলে তুড়ি মেরে বলি — বেশ তো!
গাছে দু’টো ঘুঘু অবিরাম ডেকে যেতে থাকে
ক্ষীণতোয়ার জলের আওয়াজ শুনতে শুনতে
আমি জমিয়ে ফেলি আরও কিছু স্মৃতিবাহার।

ঝুলি
ক’পা হেঁটে গিয়ে দেওয়ালের পেরেক থেকে
নামিয়ে নিই সময়ের ঝুলি
তারপর দুই হাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে
রাস্তায় নামি
টুকরো কথাবার্তা, রিক্সার ঘণ্টি
আর চায়ের দোকানের তর্ক-তুফান পেরিয়ে
সুলেখার মোড়ে যখন আসি
দেখতে পাই দু’পা ছড়িয়ে ঝিমিয়ে নিচ্ছে
সুকান্ত সেতু
আর মাথার অনেকটা ওপরে একখণ্ড মেঘ
সূর্যালোক আড়াল করছে নিয়ম মেনে
আমি সময়ের ঝুলিটা বের করি
তার মধ্যে চকচকে তিনটি ধাতুমুদ্রা ছিল
অথচ তেমন কোনও অর্থকরী গন্ধ ছিল না।
অগত্যা ফেরার পথ ধরি
পথ … রাস্তা … ফুটপাত …বাড়ী …
তারপর দেওয়ালের পেরেকে
পুনরায় ঝুলিয়ে দিই নিয়তির ঝুলিঝাপ্পা
************************************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন