বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অঞ্জনা চক্রবর্তী




অঞ্জনা চক্রবর্তী * দু'টি কবিতা







বিদেশী বিহঙ্গ

উড়ন্ত ডানায় ডুব দিয়ে এসেছিলে

ঝিল উৎসবে

ঝুপ করে অচিরেই সন্ধ্যে ;

তখন চঞ্চুতে লেগে আছে অন্য কোনো দেশ ---

বরফ গলা  নিবেশ --


সকালে  মিঠে রোদ মেখে মন  নিতে ঋনী

কে তুমি বিদেশিনী?

বনে বনে  কত ডিসিমেল ডাক _

না,

কখনো নয় কর্কশ কাক

কেমন মধুর  -কিচিরমিচির --

কত রূপ ---

পাখিরালায় আলোয় ; রকমফেরে  ফুড়ুৎ ----


এখন আর তেমন শীত নেই ---

আড়ি দিয়ে আড়চোখে জানায় ---

এই শেষ  বার।

বিদেশী বিহঙ্গের রইলো ঋণ

নীড় ;নরম রোদ্দুর

ডানা ঝাপ্টা -হবে না পুনরুদ্ধার।





আজানুলম্বিত সখা

হাত বাড়িয়ে হাতড়ে বেড়াই,বেড়া টপকে পরকীয়া

নিষিদ্ধ সব কার্যকলাপ, পাশে আজানুলম্বিত অনসূয়া।


ভুলটা করি একই সাথে, হাজার দুয়ারী পথ

গোলক ধাঁধায় গুলতি হাতে,মনের কথায় সৎ ।


যখন আমার খাদে পড়া , পোড়া মনে  দাগ 

হাতটি ধরে রেখো সাথী, এনো শীত সরিয়ে ফাগ।


হস্তে শিল্পে হিতৈষী, হিমের রাতে আগুন

আজানুলম্বিত তুমি প্রিয়জন , মধুর সুরের ধুন।


ধিক্কার জানাই বললো সবাই, বিছুটি বিষ গায়ে

স্বজন তুমি রাখলে  হাত আগলে রাখা ছায়ে।


মানুষ হয়ে ত্রুটি বিচ্যুতিতে আজানুলম্বিত হাত

ঈশ্বর নয় বন্ধু তুমি আদর্শ নয়  ভ্রান্তিতে বাজিমাত।


************************************************************************************************



অঞ্জনা চক্রবর্তী

অঞ্জনা চক্রবর্তী, ইংরেজিতে  এম. এ ও সোসিওলজিতে এম এ।জন্ম ১৩/৯/৭৪ বর্ধমানের রেল ট্রাফিক কলনীতে।পিতা অক্ষয় কুমার চক্রবর্তীর কাছে  সাহিত্যে হাতেখড়ি। মাতা মিলি চক্রবর্তীর সাথে  থেকে  প্রকৃতি কে চেনা। ভ্রাতা অর্ণব চক্রবর্তীর হাত ধরে ও অনুশাসনে শান্তিনিকেতন উপলব্ধি । প্রকাশিত বই -সপ্তপদীর সাতকাহন।পূর্বস্থলী অর্ঘ্য সাহিত্য সংস্থা ও পূর্বস্থলী থানার যৌথ উদ্যোগে জীবনকৃতি সম্মাননা প্রাপ্তি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন