ঈশিতা পাল * দু'টি কবিতা
কাল,তবে ভাল
সমস্ত বৃষ্টির মধ্যে আমিও ঝরে পড়ব,
এবার মরলে কালীজন্ম মুলতুবি রাখব;
এত আলোও ভাল নয়
যেখানে অন্ধকার শিস দিচ্ছে।
ঘাড় মটকে দিচ্ছি কবিতাযাপনের,
তবু সকালের পর রাত নামলেই
কবিতার বুলি ঠোঁটে;
শব্দের কাছে বিবস্ত্র হয়ে যাই।
কার্তুজে পুড়ে ছাই সন্ধের নাম,
বেঁচে ফিরি ঘাটে বাঁধা নৌকার দুলুনিতে;
এবার ফিরলে অসুর হব।
স্মৃতিটুকু থাক!
ক্যালাইডোস্কোপে স্মৃতির নাচ সব,
যেন ভলকে ভলকে পুঁজরক্ত-
এসব ভেদবমি ভুলে থাকাই দস্তুর।
মৌমাছির চাকে ঢিল পড়লেই
পালাবার পথ খুঁজে ফেরে-
ক্ষ্যাপা বাউলের দুঃখ ফিক্সড ডিপোজিটে;
খাতার পাতাজোড়া লাল শুধু লাল
কে বলল বিষাদের মুখ ধূসর?
ভাঙুক কলম কালি ছিটকে ফিরুক
চেতনার নাম সূর্য না সকালের বাসিঘুম।
বাস্তুসাপ হয়ে টিকে থাকা মেঘ,
সেঁচে নিই যদি আরেকটু বেঁচে ফিরি-
হা হতস্মি! রাতকাবার বেনোজলে
এসব নাহয় থাক।
******************************************************************************
ঈশিতা পাল
জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলী জেলায়।দীর্ঘ ১০ বছর ব্যাঙ্গালুরু নিবাসী। বিভিন্ন ধরনের পড়ার নেশা ছোট থেকেই।লেখালেখি করছি বছর দুই হল।বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় আমার লেখা কবিতা ও গল্প প্রকাশ পেয়েছে।সাহিত্যজগতে একেবারেই নবীন।তবে ভবিষ্যতে নিজের কবিতা ও গল্পের বই প্রকাশের স্বপ্ন দেখি।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন