লালন চাঁদ * দু'টি কবিতা
বাসি জীবন
তবু শীত আসে
ঘনো কুয়াশায় ঢাকা পড়ে সূর্য
কনকনে হাওয়া
আজও ছেঁড়া কাঁথায় শুয়ে জীবনের মানে খুঁজি
কথা নেই তবু কথা থাকে
কথার আলপনায় জেগে থাকে রোদ
জীবন মৃত্যু পাশাপাশি
এই আছি এই নেই তবু আছি
কেনো আছি বুঝি না কিছুই
নিঃস্ব বিকেল শেষ বারের মতো পাশ ফিরে শোয়
সব ফুল ঝরে যায়
সব কথা ঝরে যায়। জীবন হয়ে ওঠে বাসি
প্রেমকথা
ঝড়ের গতিতে তান্ডব। ধ্বংসের পূর্বাভাস
কতো নিঃস্ব জীবন উড়ে যায়
দেখেছি
আমিও সেদিন দাঁড়িয়েছিলাম তোমার ঝুল বারান্দা বরাবর
কেনো জানি না এখানে ঝড় আসে নি
আমি অধম
বেঁচে গেছি
মনে মনে ভাবি জীবন উড়ে যায় মরে যায়
কেবল থেকে যায় কথা
কথার মাঝে জন্ম নেয় প্রেম
মৃত্যু নেই তার
*****************************************************************************************************
লালন চাঁদ
জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস।
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন্যাস।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন