বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

প্রদীপ ঘোষ

 



ফেরা  

প্রদীপ ঘোষ 


ছোটবেলায় পড়তে বসে কত যে
পেন্সিল, ইরেজার, কলম, জ্যামিতি বক্সের
চাঁদা কম্পাস ইত্যাদি হারিয়েছি খাট আর দেয়ালের
মাঝের চিপা (সংকীর্ণ) গলিতে তার ইয়ত্তা নেই।

খুঁজে পাওয়ার জো ছিল?
খাটের নিচে ট্রাঙ্ক, ঠাকুরের নিরামিষ ডেকচি, কড়াই,
কুলো, মায়ের অব্যবহৃত কিন্তু অতি প্রয়োজনীয়
আরও কত কী! এ যেন "জীবনের ধন কিছুই যাবে না ফেলা" 
এই আবর্জনার ভিড়ে তাদের  খুঁজে পাওয়াই ভার ছিল
নাম ধরে কত ডেকেছি পেন্সিল ভাই, রাবার বনু
কেউ সাড়া দেয়নি। ভেবেছি ইশশ্! ওরা ও যদি
আমার মতো কথা বলতে পারতো? এখন
মোবাইল হারিয়ে ফেললে আরেকটা
মোবাইল ঠিক খুঁজেপেতে দেয় ringing-এ

বিচ্ছেদ থেকে পুনর্মিলনের পথে
হেঁটে যায় যে আলো, খেজুরপাতার
ডগার কাঁটায় আটকে গেলে রামের সুমতির সঙ্গে
কার্তিক গণেশ নয় একটা কাঠবেড়ালির খুব প্রয়োজন
তুমি একবার ডাকোনা প্লিজ চিরিক চিরিক করে?
হতে পারে আমার হারিয়ে যাওয়া বন্ধুর ফেরা-র পথ সুগম?


















************************************************************************************************



প্রদীপ ঘোষ

 'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন