বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অশোক কুমার দত্ত




অশোক কুমার দত্ত * দু'টি কবিতা








উৎসবে ?

বিস্মৃত স্মৃতির আগুন কেন তুমি শুন্য অতল 

থেকে উঠে এলে একা এই ঘরে ? 

তবে কি  সব বিষাদময় টুকরো টুকরো কথা পড়ে 

আছে এই স্মৃতির শহরে -- প্রান্তিক কোনো একলা 

চায়ের  দোকানে ? 

এই শহরে আজ আর নেই সেই সব পাখি ডাকা ভোর 

সেই হাই ল্যান্ড সেই ট্রাম লাইন - সংক্রামক রোগের মতো 

সব জায়গায় ছেয়ে গেছে  ভ্রান্তির নীরবতার ফুল ! 

তুমি তাকে নোট বুকে তুলে রেখে  একটানে খুলে দাও 

মৃদু হেমন্তের পাতলা সুতির পোশাক ! 

তোমার অনতিদূরে স্মৃতির কুয়াশা ঘর থেকে  

নেমে আসুক যাবতীয় উলের বল গরম জমা 

আর বিস্ফোরক  উৎসবের উন্মুক্ত রাত !

 










চালচিত্র 

কুয়াশার  আগল ঠেলে ভোরের জবা আর 

করবীর উঠোনে খেলে যাচ্ছে গোপনে উদাসী হাওয়া ! 

বুঝি-বা নিভৃতে " হেমন্ত " এসে গেছে ! 

পরিশ্রান্ত শহরের ইট কাঠ পাথরে তার  বিবর্ণ  জলছাপ ! 

জীবন ও আনন্দ খুঁজতে আমি রাস্তায় বের হয়ে পড়ি ! 

দেখি - শহরের  প্রান্তদেশে অলকানন্দা ছুঁয়ে আছে 

মৃত বালিভূমি 

            আর 

রাস্তা জুড়ে  সাদা খই  আর  অগণন রহস্য গল্পের 

শব্দভুক মৌমাছি !













*******************************************************************************************



অশোক কুমার দত্ত

কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতির  স্নাতক!
নন্দন গৃহ শোভা কলেজ স্ট্রিট সহ বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত!
দুটি কবিতার বই!
অরণ্যে জন অরণ্যে
অনুপস্থিতি র. মর্মর থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন