কবিতাগুচ্ছ * মধুপর্ণা বসু
আমি অথবা
আমার কখনো নিজেকে ভুঁইফোঁড় মনে হয়েনি,
যাদের জন্ম ক্ষণের কোন বিশেষত্ব নেই,
তেমন হলেও আমি নিজের মতো বিশেষ ছিলাম।
টুকরো টুকরো সুখ-শোক, আজ ভীষণ বিভ্রান্ত করে
আমি নির্বাণ লাভ করতে চাইনি,ক্রন্দন প্রিয় বলেই-
কান্নার শব্দে গেঁথে রেখে দিই সব উপশম, জড়িবুটি।
তারপর, আবার নতুন বিষাদ আবহে নটীপনা,
দিনগুলো ক্রমশ রঙ ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে
ছাই রঙের পটভূমিতে স্থবির হয়ে জীবনকে টানে,
আমিও এখন এই সংজ্ঞাহীন দিনকে প্রেম দান করি।
নারী কথা
কথা সব থেমে গেছে ক্রমশ, এখন নিস্তব্ধতা প্রিয়,
একটা নির্বোধ দেওয়ালে শব্দগুলো ধাক্কা খেয়ে
ফিরেছে শুধু নির্বাক-ধূসর শূন্যতা সঙ্গী করে।
একা হতে হতে আজ অজান্তে ছেড়ে গেছে তরঙ্গ,
অনীহা তার ভাবে, উদাসীনতা স্পর্শ রক্ষা করেনা।
"By thy pale beams I solitary rove,
To thee my tender grief confide"
এখন একাকীত্ব প্রিয়তম সুখ, একা বহুদূর,
শুধু চন্দ্রালোকিত পথে যাওয়া,মৃদু বেদনার মতো
তাকে জানানো যায়,
প্রেম নয়, ব্যক্তি নয়, প্রত্যাশা নয়;
শুধু আলোকিত চাঁদের নির্দেশে নিঃশব্দে চলে যাবো
নারীত্ব ব্যতিরেকে এক শান্ত প্রাজ্ঞ ধীর পায়ে
আরও যেটুকু রয়েছে বাকি, তার থেকে গহীনে।
নিজের সাথে কথা
হাজার কথা থমকে আছে মুখে
তবুও কত বিভাগ ওজন ছেদ
স্বভাব দোষে কলম গিয়েছে রুখে
হাত মেলালো সমঝোতা অভেদ।
চোখের কোলে পরগাছা সব জন্ম
ককিয়ে ওঠে বুকের নীচে আত্মা
কাল হয়েছে কুয়োর ব্যাঙের ধম্ম
ক্ষয়ে গেছে আয়ু নির্বিশেষ যাত্রা।
আমি ও আমরা হেঁটমুণ্ড লজ্জায়
ছন্দে শব্দে পুড়ছে পাঁজর ও অস্থি
বিক্রিত সব বিবেক বুদ্ধি মজ্জা
মারন ঘুমে পেয়েছি কতক স্বস্তি।
স্বগতোক্তি
এক দশক আগেও দেখেছি
উন্মুখ দুচোখে উড়ন্ত প্রজাপতি
ঝিলের ওপর জলপোকা জাল বুনে যেতো
তারপর টুপ করে গিলে নিতো তেচোখো মাছ।
ঢিল গুলো ব্যাঙ হয়ে চষে বেড়ায় কালো জলে
দুপুরের ঝাঁঝাঁ উত্তাপ এখন শান্ত উদাস
রুক্ষ বালি-বালি চামড়া, আরও নীরস গোপনীয়
মুখ ফিরিয়ে নিয়েছে আগ্রাসী থাবা।
বালির চরে বসে উত্তাল ঢেউও গোনা যায়না,
অতঃপর পুরনো নদীমুখ গুটিয়ে নিয়েছে
তার সব আকাঙ্ক্ষার গুপ্ত পথ।

****************************************************************************************************
কলিকাতা আলিপুর অঞ্চলে বাড়ি। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং বি.এড পাশ। পারিবারিক ব্যবসার সাথে যুক্ত। বিভিন্ন পত্রপত্রিকায় লেখার সাথে সোশাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি। প্রথম কবিতা সঙ্কলন ২০১৯ এ 'মেঘের চিঠি ', দ্বিতীয় কবিতার বই ২০২২ শে 'মোহনার দিকে'। নানা পত্রপত্রিকায় নিয়মিত লেখার সাথে যুক্ত।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন