বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মলয় সরকার






 মলয় সরকার * দু'টি কবিতা








নারী

সপ্তডিঙ্গা ভেসে যায়-

ভাসে ধনপতি সদাগর,

হিম স্রোতে ভাসে রৌদ্রকণা 

ছেঁড়া পালকের মত,

চোখে ভাসে সুসজ্জিত সে কোন নগর-

আচম্বিতে উড়ে আসে শকুনের দল,

অন্ধকার ভেসে আসে 

দ্রুত দৃঢ় পায়ে,

সপ্তডিঙ্গা ডুবে যায়

অতল সলিলে,

অমাবস্যা নেমে আসে পূর্ণিমা নিশায়।

অনন্ত সাগর মাঝে

ভেসে ওঠে একমুঠো জোনাকীর আলো,

দেখায় ম্যাজিক যেন দুরন্ত আশ্বাসে,

পদ্মরূপে নেমে আসে নারীর প্রকৃতি,

আশার প্রদীপ জ্বলে দুরন্ত আঁধারে

নিমেষে দ্রবীভূত তমসার কালো।

যখনই মেঘের কালো ঘনায় আকাশে-

নারীর মঙ্গলদীপ জ্বলে তার নাশে।









বৃক্ষরোপণ 

সেদিন যখন রোদের পরে বৃষ্টি এল

বেরিয়েছিলাম সাঁঝবেলাতে,

তুমিও তখন এলোচুলে-

হাঁটছ পথে,

ছোট্ট একটি রঙিন চীনে ছাতা হাতে-

তৃষ্ণা তখন নদী হয়ে বইছে পাশে,

ভাঙছে ঘুম ছোট্ট কুসুম পাপড়ি মেলে-

লুকোচুরির স্নিগ্ধ বারির খোলা খাতা

ভ্রমর চোখে ধীরে ধীরে

পাপড়ি সজল

খুলছে দুয়ার রাজবাড়িতে,

রঙীন দালান সাতমহল

প্রকাশ্য রোদ চালচিত্তির 

উঠছে ফুটে সঙ্গোপন-

একটি দুটি কচি পাতায়

মনের মাটি ভিজল রসে

বাইরে তখন ভিজে হাওয়ায়

কখন হল বৃক্ষরোপণ।













**********************************************************************************************



মলয় সরকার

গ্রন্থ যদিও প্রকাশিত হয় নি,লেখালিখি বহুদিন -বিভিন্ন পত্রপত্রিকায়, কবিতা, গল্প ভ্রমণ বিষয়ক লেখা।নানা সমাজকল্যাণ মূলক ও শিক্ষামূলক কাজে যুক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন