বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

সাধন চৌধুরী




সাধন চৌধুরী * দু'টি কবিতা








নিজস্ব দহন 

খুলে নাও সাজ নাগরিক যোজনা তোমার 

অঙ্গ আভরণ ;আঙুলের প্রতি গাঁটে রক্তিম 

প্রবাল চোখের কাজল অপূরব মায়া 

আকাশের অনম্বর ছায় সুস্থির দাঁড়াও এসে 


করপুট খুলে দেখ বেবাক শূন্যতা কাঁপে 

শিউলি কুড়িয়ে ভ'রো স্বকীয় আঁচল 

সমূহ সঞ্চয় সব। বিমুখ বাতাস শেষে 

খ'সে পড়ে পিনদ্ধ কাঁচুলি সুগন্ধ বিধুর 


ঝরে গেছে মুক্তো কবে ঝিনুকের শিষ্ট খোলা সার

এ জীবন নিজেই সমিধ নিজস্ব দহনে ফুরাক ।









অপভ্রংশ 

বস্তুত তোমার হাতে কোনও উদ্ধার নেই 

মুখচ্ছদ ছেয়ে আছে অপভ্রংশ চুল 


কোনও স্নানেই কখনও তুমি শুদ্ধ হবে না 


মাটি থেকে অন্তর্ঘাতী তুলে নিয়েছ মন


বাতানুকূল ঈশ্বর এক আছেন সহায়

দেহি দেহি চিৎকারে রয়েছ হাঁটু মুড়ে 

বরিষ্ঠ কাঙাল ওহে ক্ষমা অহিংস বড়


আপন বিবরে রও গাঢ় শীতঘুমে

একদিন ফুরাবেই ঋতুধার্য কাল। 














****************************************************************************************************




সাধন চৌধুরী

মূল  নাম,সাধন  চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী  হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ   মিশন, বিবেকানন্দ  সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত  কলেজ  টিচার। বাংলা  ভাষা ও সাহিত্য নিয়ে  স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত  কোনো কবিতার  বই নেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন