বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

দিলীপ রায়




ধামাইল 

১.  

আমার বন্ধু মায়া জানে গো


আমার বন্ধু মায়া জানে গো সখী 

নেশার মতো টানে 

ওরে একনজর দেখিবার লাগি 

কেমন করে প্রাণে সখী গো 

সখী নেশার মতো টানে।। 


ভ্রমর যেমন ফুলের মধু গো সখী 

রাখে সযতনে 

তেমনি বন্ধু রাখে আমায় 

বুকে সংগোপনে সখী গো।। 


আমার লাগি কতকিছু গো সখী 

আনে নিরজনে

এগো আমি কিছু দিবো তারে

চায় না প্রতিদানে সখী গো।।


তারে ছাড়া জীবন আঁধার গো সখী 

নাই জীবনের মানে 

এগো রায় দিলীপে তার কথা কয়

জীয়নে মরনে সখী গো।। 










২. 

কই গেল রে চিকন কালা


কই গেল রে চিকন কালা আজ কেন রে এলো না

সে যে আমার গলার মালা তারে ছাড়া বাঁচি না।।


কালার হাতের মোহন বাঁশি আমায় কেন ডাকে না

আগের মতো সে কি আমায় মন মন্দিরে রাখে না।।


সারা নিশি বাসি হলো তার দেখা যে পেলাম না 

সে কি তবে ছল করেছে আমায় তোরা বল না।। 


রায় দিলীপে ভেবে বলে এমন প্রেম কেউ কইরো না

যে প্রেমেতে নাই রে মিলন তার ফাঁদে কেউ পইড়ো না।।





**********************************************************************************************



দিলীপ রায় 

পিতা- বীরেন্দ্র চন্দ্র রায় , মাতা সুনতী রায়। জন্মতারিখ ও জন্মস্থান: ১৩.০৮.১৯৮০ খ্রি. ও সুনামগঞ্জ ।পেশা-সহকারী অধ্যাপক, গণিত, মুরারিচাঁদ(এমসি) সরকারি কলেজ, সিলেট। কাব্যগ্রন্থ: বানের জলের মতো প্রশ্নবোধক চোখ, জানুয়ারি, ২০২১  । বৈশাখী টিভি কর্তৃপক্ষ তাদের মিডিয়ায় প্রচারের জন্য দিলীপ রায়ের লেখা কিছু গান সিলেক্ট করেছেন। 'পরান' নামে সাহিত্য বিষয়ক একটি ছোট কাগজ সম্পাদনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন