ইন্দ্রাণী সেনগুপ্ত * দু'টি কবিতা
শূন্যে নীলের ওপর আমাদের চলাচল
আমার একলা চলার
ভাবে, বিভাবে ,অনুভবে তোমার বাস
আমরা একসঙ্গে ছবিতে ভেসে উঠি না
তাই নিরন্তর বয়ে যাওয়া আমাদের প্রেম
কেউ বোঝে না
এই যুগ এখন দৃশ্যময় হয়ে ওঠার
দেখনদারি অনেক উচ্চে উঠে দোল খায়
আমার প্রেম কথাসাহিত্যে কিরণ ফেলে
পাঁচ বছর পরে আমাদের পড়বে পৃথিবী
তাই আগুনের কাছে বসে শুদ্ধ হই বার বার
দুঃখ আমার মুখের ওপরে আলো হয়ে লেপটে থাকে
আমার প্রসাধন ছাপিয়ে তীব্র হয়
এই দুঃখ আমার সহায়
আমি ওকে বৃষ্টি করে তুলি
গভীর হয়ে উঠে মিলিয়ে যাওয়ার আগে
শূন্যে নীলের ওপরে আমাদের চলাচল
অদৃশ্যে গড়ে ওঠা তো কেউ দেখে না
তাই নিরন্তর বয়ে যাওয়া আমাদের প্রেম
কেউ বোঝে না........
অন্ধকার বলে কিছু নেই
তুমি ভাবছো এখানে আমার জীবন অন্ধকারে,
আমি রঙ তৈরি করতে শিখেছি আজকাল
অন্ধকার বলে আর কিছু নেই
দিনের যতো রঙ তুলে রাখি যত্নে
আর আমার বিষাদের দিনে
ওই রঙ আমার মায়ের মতো,
বাবার মতো এসে দাঁড়ায়
প্রতিটি শিশুর জন্ম
মা ও বাবার সঙ্গমের ফল শুধু নয়
মা, বাবার চোখের রঙের বিনিময়ে
যে শিশু আসে ধরায়
তার চোখের জ্যোতি
পৃথিবীর জ্যামিতি সম্পর্কিত
কোণগুলিকে তীব্র করে,
আমি তেমন দু ' জনের
চোখের রঙের বিনিময়ে
এসেছি
আমি তো অন্ধকারের কোনো গলি চিনি না
************************************************************************************************







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন