বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

সন্দীপ ঘোষ

 



ন্দীপ ঘোষ * দুটি কবিতা







পৃথিবী ভালো থেকো

পৃথিবীটা পুড়ছে একটু একটু করে

মানবের লেলিহান শিখা 

একটু একটু করে গ্রাস করছে
তার বেঁচে থাকার রসদটাকে |

ভাবছি না আমরা, পথ মাড়িয়েই চলেছি | 

অন্ন, বস্ত্র, বাসস্থান বিলাসী প্রেম 
খিদেটাকে আকাশচুম্বী করে তুলছে 
কোনো এক অজানা মায়াজালে আটকে |
উগ্ৰ চাহিদার কোপে ক্ষতবিক্ষত হচ্ছে পৃথিবীর বুক,

গতিরুদ্ধ কবে হবে কে জানে ?
হয়ত, যেদিন বিবেক জমিন মজবুত হবে |

                      




রৌদ্রস্নাত উঠোন

উন্মোচিত হলো নবদিগন্ত নবপ্রভাত,
ধরিত্রীর চরণ ছুঁয়ে উন্মেষ হলো নবপ্রজন্মের |
সদ্যজাতকে নিয়ে উল্লাস শুভসকালের,
প্রতিটি পাতায় শিশিরবিন্দুকে ঘিরে |
আগামীর পথচলায় আসবে 
আলোকোজ্জ্বল বুদ্ধিদীপ্ত পথ |
হেমন্তের উঠোনে রোদ্রস্নাত সকাল স্নেহে ভরিয়ে 
আশীর্বাদ জানাবে প্রতিটি ক্ষণে ক্ষণে |
সারা উঠোন আলোকিত হবে সদ্যজাত'র স্পর্শে |
পরিণত হলে অকুণ্ঠ ভালোবাসার আলোর জোয়ারে 
সবাইকে স্নাত করে অঙ্গীকার বদ্ধ হবে |
শুষ্কতার অনুভূতি উপেক্ষা করে
বিলিয়ে দেবে শুভ্রতার আলোকে
ঝকঝকে পরিশুদ্ধ প্রেমের মহাকাব্য |
আসবে সুসময়, এগিয়ে যাবে শুভমুহূর্তের দিকে
|

























***********************************************************************************************


     সন্দীপ ঘোষ

জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন