সন্দীপ ঘোষ * দুটি কবিতা
পৃথিবী ভালো থেকো
পৃথিবীটা পুড়ছে একটু একটু করে
মানবের লেলিহান শিখা
একটু একটু করে গ্রাস করছে
তার বেঁচে থাকার রসদটাকে |
ভাবছি না আমরা, পথ মাড়িয়েই চলেছি |
অন্ন, বস্ত্র, বাসস্থান বিলাসী প্রেম
খিদেটাকে আকাশচুম্বী করে তুলছে
কোনো এক অজানা মায়াজালে আটকে |
উগ্ৰ চাহিদার কোপে ক্ষতবিক্ষত হচ্ছে পৃথিবীর বুক,
গতিরুদ্ধ কবে হবে কে জানে ?
হয়ত, যেদিন বিবেক জমিন মজবুত হবে |
রৌদ্রস্নাত উঠোন
উন্মোচিত হলো নবদিগন্ত নবপ্রভাত,
ধরিত্রীর চরণ ছুঁয়ে উন্মেষ হলো নবপ্রজন্মের |
সদ্যজাতকে নিয়ে উল্লাস শুভসকালের,
প্রতিটি পাতায় শিশিরবিন্দুকে ঘিরে |
আগামীর পথচলায় আসবে
আলোকোজ্জ্বল বুদ্ধিদীপ্ত পথ |
হেমন্তের উঠোনে রোদ্রস্নাত সকাল স্নেহে ভরিয়ে
আশীর্বাদ জানাবে প্রতিটি ক্ষণে ক্ষণে |
সারা উঠোন আলোকিত হবে সদ্যজাত'র স্পর্শে |
পরিণত হলে অকুণ্ঠ ভালোবাসার আলোর জোয়ারে
সবাইকে স্নাত করে অঙ্গীকার বদ্ধ হবে |
শুষ্কতার অনুভূতি উপেক্ষা করে
বিলিয়ে দেবে শুভ্রতার আলোকে
ঝকঝকে পরিশুদ্ধ প্রেমের মহাকাব্য |
আসবে সুসময়, এগিয়ে যাবে শুভমুহূর্তের দিকে |





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন