জীবন সরখেল * দু'টি কবিতা
সমৃদ্ধি
নরম শাক পাতার ডগাতেও
রোজ কাঠিন্য ভর করে সকালে ....
ভিজে বা শুকনো কাঠে
ক্ষুধাকে পরাজিত করার সাফল্যেই তবু ওদের চোখ জ্বল জ্বল
করে জ্বলে ওঠে!
ফুটন্ত ভাতের মহাকাব্য লেখা জীবনে খুব একটা সহজ না
হলেও
ওদের মনের উঠোনে তবু ভিড় জমায় সন্তুষ্টি ফুল ।
স্বীকৃতি
ডেইসি , টিউলিপ, শিউলি ,শাপলা ও ক্যাকটাসেরা
হাত ধরাধরি করেই একসাথে
এই পৃথিবীর নরম মাটিতে হাঁটতে জানে।
স্বপ্নের সুগন্ধ সবার অজান্তেই কখন যেন আকাশকেও
ছুঁয়ে ফেলে!
কেবল আমেরিকা ,জার্মানি বা জাপান নয়;
আফগানিস্তান ও ইরানের প্রতিকূল ভূমিতেও আজ
খেজুর ফুল দিগন্তজোড়া শক্ত দুপুরের বুক চিরেও
তাই ইতিহাস বয়ে আনে।
****************************************************************
১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন