শুভশ্রী রায় * দু'টি কবিতা
লোকায়ত
রাঢ় পথের এক কোণে পুরনো মন্দির,
তাৎপর্য চ্যানেল দেখায়নি তাই শহুরে ভীড় পৌঁছুতে ব্যর্থ,
লোকায়ত যত্নে টিকে আছে,
মানুষের বিশ্বাসে দৃঢ়;
দেওয়ালে সময়ের খাঁজে আটকানো ঘোড়সওয়ার,
বর্গী হানার সময় যার মূর্তিমান অসহায়তা বাতাসে
বিষণ্ণ বাজে এখনো।
ভেতরে দেবতা মূর্তিতে দণ্ডায়মান,
কখনো দেওয়ালে সরীসৃপের,
কখনো মেঝেতে গোষ্ঠীকে ফাঁকি দেওয়া
জুটির মৈথুন দেখে তৃপ্ত,
নিজেকে রাঢ় মাটির আরো গভীরে গেঁথে দেন;
ফসলে জমি থেকে গর্ভ পরিপূর্ণ হয়ে ওঠে।
হিমসখা
তার জিম্মায় রাখি সামান্য টক দই, এক ফালি কুমড়ো,
কবেকার কাঁচা লঙ্কার পাশেই সবুজ লেবুটা অবশ্য তাজা,
মাছ নিয়ে দোনোমনা করতে করতে আনা হয় না,
আর থাকে মলিন ভাত কখনো কখনো....
জ্বলন্ত সংসারের সঙ্গে আমার সম্পর্ক
তার কোনো শীতল তাকে থাকে না;
জড়বস্তু হয়েও ফ্রিজটা আমাকে অনুভব করে,
দরজা খুললে গনগনে দেহের ওপর ঠান্ডা
হাওয়া দেয় প্রাণপণে।
********************************************************************************************
জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন