বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

পার্থসারথি মহাপাত্র




পার্থসারথি মহাপাত্র * দু'টি কবিতা












চোর 


ওরা রোজ সকালে রোদ খায়

শালিক শিশুর মতো 

টিকিট ছাড়া ট্রেনে নিত্য স্রোত 

হাত দিয়ে নাড়া দেয় 

আমাদের স্নায়ু উদ্দীপিত করে 

'বাবু দু টাকা দ্যা'

কেউ ঝলকায় কেউ ঝলসে দেয়

তবু শহর আঁকড়ে 

ওরা খোঁজে খুদান্ন বসন আশ্রয়

একদিন হাতেনাতে 

একটি কিশোর ধরা পড়ল ট্রেনে 

'চোর চোর ওরা চোর'।











রাস্তা 


রাঙা ধুলো কালো পিচ 

অবিরাম পদভারে ক্লান্ত শরীর 

রাস্তায় পড়ে রয়েছে একটা গাছ

পারাপারের যো নেই 

কে যেন বলল রাস্তা এখন শ্বাস নিচ্ছে

ব্যস্ততাকে উপেক্ষা করে 

আকাশের বিশালতার দিকে 

সে ধেয়ে যেতে চায়।


**************************************************



পার্থসারথি মহাপাত্র

৯ এর দশক থেকে লেখালেখির সাথে যুক্ত পুরুলিয়া জেলার বলরামপুরের পার্থসারথি মহাপাত্র। বাংলার বিভিন্ন ছোট পত্রপত্রিকায় তাঁর লেখা বিচ্ছিন্ন ভাবে প্রকাশিত হয়ে আসছে। কবিতা ছাড়াও ছোট গল্প ও অণুগল্প লিখতে শুরু করেছেন। তাঁর লেখা দুটি কবিতার বই 'বড়মুকরুর ছা'( মানভূমী ভাষায়) এবং 'ক্ষুধার স্পর্শে বর্ণমালা কেঁপে যায়'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন