বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

পিয়াংকী




নিউমরোলজি

পিয়াংকী 








(১)


ফাঁকা হয়ে গেছে চাঁদ 

কলঙ্কের দাগ।  ঝুলে আছে ব্যাবিলনীয় উদ্যান

স্তব্ধতা কি এক গ্রাস ভাতের গল্প? 

নাকি বিচ্ছিন্ন দ্বীপের অগ্রভাগ --


Zero gravity isn’t a easy way for... 


অবনী বাড়ি আছে কিনা সে খবরকে শক্তি 

যেভাবে অপেক্ষায় বদলে দিয়েছিলেন, ধানশীষে 

সূর্য ওঠার আগে পরবর্তী গ্রহণের অপেক্ষাও 

সেভাবেই নিউমরোলজিকে রিপ্রেজেন্ট করে 



(২)


লুকিয়ে রেখেছি ক্ষতি

দাগের কাছাকাছি যত মাছি এসেছে,

তরলের নেশায় এক দুই তিন চার...

ডুবে যাচ্ছে ক্ষতরং


One is only, a true path of my own 

destination   


শীতকাল কবে আসবে সেই অপেক্ষা ভাস্করকে 

কি আদৌ ভাস্কর্য এনে দিতে পেরেছিল ? এ'ও 

এক সংখ্যাসংগ্রহ।  আরোগ্যের ভিতর যেভাবে 

পায়রার বকম বকম,  তোমার ভিতর ছেয়ে যাচ্ছে 

তেমনই  তীব্রস্বর 



(৩)


তিল ধারণের প্রচলিত  কাহিনী সম্ভবত তোমার 

বাকি  তো  মহাকাল 


অন্ধকার বরাবরই  অক্ষয়

প্রতিমা হোক কিংবা কালপুরুষ --

আমি বরাদ্দ রেখেছি একশত  আঙুল 


empty space represent not only empty 

mind, although... 


তোমার সাথে ধুলোবালি কাটাব জীবন বলে 

জয় এঁকেছিলেন যে মেঘ, গ্ল্যাডিওলাসে 

ফুল ফোটানোর অছিলায় গান্ধারী সেখানেই জমিয়েছে 

আনকাউন্টেবল ইনারপিস...













*********************************************************************************************



পিয়াংকী 


পিয়াংকী মুখার্জ্জী। লেখালেখি করেন "পিয়াংকী" নামে। ভারত বাংলাদেশ সহ পাশ্চাত্যের বিভিন্ন ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হয় নিয়মিত । আবহমান,কবিতা আশ্রম,উজ্জ্বল এক ঝাঁক পায়রা,কবিতার আলো, উত্তর আমেরিকা প্রথম আলো, কুয়াশা এখন এদের মধ্যে উল্লেখযোগ্য।  কাজ করতে ভালোবাসেন কবিতা মুক্তগদ্য এবং প্রাচীন বাংলার রন্ধনশিল্পের ইতিহাস নিয়ে। অথচ সবকিছুর পরেও কবিতার কাছেই গচ্ছিত রাখেন উভচর আঙুল,কবিতার পাশেই জাগিয়ে রাখেন ধ্যানভাঙা কপাল...  
কবিতার জন্য পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। কবিতা ক্লাব থেকে পুরস্কার, যুগসাগ্নিক সেরা কবি সম্মান, কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় দ্বিতীয় পুরস্কার তার মধ্যে অন্যতম। প্রকাশিত একক কাব্যগ্রন্থ তিনটি এবং একটি গদ্যগ্রন্থ  'মধ্যযামের আলো',  'এসো ছুঁয়ে দাও নিরাময়, 'অন্ধকার অমাবস্যার দিকে' এবং 'ভাঙা চশমায় জোনাকি'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন