বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অণুগল্প * দেবাশীষ মুখোপাধ্যায়




ণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি ----



আলোর প্রার্থনায়

দেবাশীষ মুখোপাধ্যায়



অপারেশনের পর আজ তৃতীয় রাত।ঘুম আসছে না।রাত প্রায় দুটো।ঘাড় ঘোরাতেই দেখি কোণের দিকে আবছা এক মুখ। বিছানা থেকে নেমে এগোতেই দেখি সিস্টার পূর্ণিমা মোবাইলের আলোয় কিছু পড়ছে। পাশে দাঁড়াতেই চমকে উঠলো ও।  জানালো,বিএসসি নার্সিংএর পরীক্ষা পরের সপ্তাহে।সব কাজ সেরে একটু পড়া এই রাতে। বাঁকুড়ার খুব গরীব ঘরের মেয়ে।ও এখানে হোস্টেলে থাকে।মাইনে যা পায় কিছুটা রেখে বাড়িতে পাঠিয়ে দেয়। তাই ওকে বড়ো হতেই হবে।

ওর ক্ষয়াটে জেদী মুখ জুড়ে আলো! বাইরে তাকাতেই দেখলাম পূর্ণিমার চাঁদের আলোয় পৃথিবী ভাসছে। কোন পূর্ণিমার আলো বেশি উজ্জ্বল ভাবতে ভাবতে এগিয়ে চললাম নিজের বিছানার দিকে। 



************************************************************************************************




দেবাশীষ মুখোপাধ্যায় 

 রয়েল কমপ্লেক্স ,কাঠালবাগান ,উত্তর পাড়া, হুগলী থেকে লিখছেন পেশা: শিক্ষকতা ,নেশা : কলম চারিতা ,সাপলুডো খেলা শব্দ নিয়ে ,অণুগল্প ,ছোট গল্প ,কবিতা, প্রবন্ধে  সুখ-দুঃখ ,হর্ষ-বিষাদ, আড়ি ভাবের অনুভবে থাকা ,জীবনের দুই স্তম্ভ রবীন্দ্রনাথ বিবেকানন্দের আদর্শ মনন, যাপন ও শীলনে.. স্বপ্ন: পৃথিবীকে ভালবাসার যৌথ খামার বানানো..দিক চক্রবালে হিরণ্যগর্ভ আলোর খোঁজ ..পাখি ,গাছ আকাশের সাথে মন কি বাত.. সূর্যের নরম আলোয় সুখের আবিরে মানুষের সাথে হোলি খেলা..

                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন