দেবদাস রজক * দু'টি কবিতা
রক্তের ফুল
এই বিশ্ব চরাচর এই আকন্দের মাঠ
মহাকাশ। শূন্য ফাঁপা অনন্ত দিশারী পথ
তার পর বারুদভূমি। হলুদ জং হাওয়ায়
উড়ে আসে খুব প্রিয় রেডিও সংকেত-বলয়
শত আলোকবর্ষ থেকে ছুটন্ত রক্তের ফুল
ছড়িয়ে পড়ছে আমারই আদিমতম দেহপদ্মে
নির্জন প্রাচীন এই নীল-সামাধি তলে দেখি
ধুলো-ঢাকা যুদ্ধধ্বংস পৃথিবীর কালো খিদে

জন্মভ্রম
এই নিমিত্তের মাঝে একটা স্ট্রাটেজি রেখে যাচ্ছি,
তুমি হাত রাখো মাটিতে
দিগন্তে তাকাও! আমি ফাটিয়ে দিচ্ছি আকাশ,
দু'টুকরো হচ্ছে ক্রমশ
একটা দাগ কেটে দিচ্ছি,
সূর্যলোক আর পরলোকের মাঝে স্ট্রেট লাইন
ট্রেন যেখান থেকে ছেড়েছে সেখানেই ফিরে যাবে
একদিন...
শেষ স্টেশন বলে কিছু তো নেই
শূন্যের পথে যাওয়া বলে কিছু হয় কি?
নেহাতই জন্মভ্রম। জন্মপ্রস্থান বাদবাকী...
***********************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন