বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

আশিস মাইতি




আশিস মাইতি * দু'টি কবিতা











পঞ্চান্নটি ফুল


অশ্বক্ষম স্যাঁতস্যেঁতে পথে 

সময়-সফর যখন শেষ হয়–

ধোঁয়াটে শ্মশান ভেসে ওঠে,

আলক্ত-রাগে জাগে চিতা

নিম্নগামী অশত্থের তলায়। 

মন মন্দিরার সাথে মিলায়

উত্তরের হাওয়া – সাশ্রু সংগীত,

দুরে, ক্রমশ দুরে, আরো দুরে…


দৃশ্যের কিনারায় পড়ে থাকে

কৃষ্ণ কলসি,আধপোড়া কাঠ,

সশ্রমে লব্ধ কয়েকটি পারানি, 

জীবন সন্ধ্যার স্রোত আবহমান…

আর পড়ে থাকে, স্মিত-হাস্য ফুল,

পঞ্চান্নটি, রক্ত লেগে থাকা মৃত্যুর

















হা-পিত্যেস

সন্ধ্যেবেলা অন্ধ হয়ে আছি বসে একা

লক্ষ তারা জ্বেলে, অভ্র আকাশ আড়াল

মনের উঠোন, শূন্য-মুঠোর আধার

সে ইঁদুর কোথায় ! হা-পিত্যেশ বেড়াল। 


চোখের মাঝেই সলতে একটু জ্বালি

আবীর চাঁদে ভাসে লক্ষ-তারার মাঠ,

মিতার গালের যমক রঙের ছায়া

চলকে যাওয়া রজত প্রভার রাগ। 


ইঁদুর লুকোয় সবুজ শসার ক্ষেতে

আদুড় আতস জাগায় অলসবেলা,

বেতস মনে শীতের চাদর জড়াই

মাড়িয়ে যাওয়া উঠোন প্রদোষ বেলা।


ঝুলি উপুড় করি অন্ত মনন মেঝে,

দেখে আলে ইঁদুর বেড়াল দেবে লাফ,

নিয়ম বেড়া ভাঙ্গা কাঁপে মধ্যবিত্ত বুক,

কাব্য গড়ে তোলা নিশি-গানের আলাপ।
















************************************************************************************************



আশিস মাইতি

জন্ম স্হান পূর্ব  মেদিনীপুরের বালিঘাই সন্নিহিত সাহাড়দা গ্রামে। অন্তরমূখী জগতে বিচরন করেন বলে মানুষ, সমাজ ও দর্শন নিয়ে ভাবতে ভালো বাসেন।  কর্মসূত্রে কলকাতায় থাকা। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। কবিতা পড়া, ভাবা ও গান শোনা ভালো লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন