বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

শ্রীদাম কুমার




চক্রব্যুহ-ছায়া 







শ্রীদাম কুমার

      

১.

মাথার উপর আকাশে

চিল ফুকারে ---ডানায় ডানায় চক্কর

চিৎকৃত অভিমান ,বিস্ফোরক ঠাসা ।


স্ফূলিঙ্গ আগুন ছুঁলে

হাউইবাজির মত ওঠে ফেটে


ক্ষণিক আলোর ফুলঝুরি

ফড়িং পোকার মৃতদেহের মতো ঝরে পড়ে...।


বিস্মৃতির কালো জলাশয়ে ডুবে যায়

ফেনপুঞ্জ বুদবুদগুলি--- 

আপন নিয়মেই চিহ্নবিহীন....


২.

মায়াচাদর জড়িয়েই আজীবন

আঁচড়ে কামড়ে শতচ্ছিন্ন ; ---

বহুবার, না-জানা বেপথু  আবর্তে

তবুও কি পারো টেনে দূরে

                ছুঁড়ে ফেলে দিতে?


মায়াপরশ জড়ায়

পথের ধূলোয় যেমন পায়ে পায়ে ...

হিসেবী অঙ্কের আখের গুছোয় --- ধুরন্ধরেরা,


মানবিক পথ আর অমল ভালোবাসার হাতটিকে ---

প্রতিবিম্বিত করতে চেয়েছ তির্যক রেখায় ...


৩.

সম্পর্কের কাঁচ করেছ চুরমার,

আত্মকেন্দ্রিকতার রিপুময়

বিষম দাহে ; 

আদিম হিংস্রতার-লালায় ভিজিয়ে রেখেছ

গ্রন্থিগুলি .....


কতবার কতদিন সৌজন্যতার মোড়কে

রাখবে ঢেকে নির্লজ্জ বেহায়াপনা দাঁতগুলো ?


দেঁতো হাসির ফোয়ারায় ভাসিয়ে নিচ্ছ

আস্তিনে গোটানো গোপন কৌশলগুলি ...


উড়িয়ে নিচ্ছ বিজয় নিশান যত

গোপন চক্রব্যুহ ছায়ার  ধূর্ত আস্ফালনে ...


কালের মহাপ্রসাদ কার কপালে কে রাখে?











************************************************************************************************



শ্রীদাম কুমার  

জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩  ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।'কবিতার আকন্দ' নামে একটি সাময়িকী সম্পাদনা করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন