বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সম্পাদকীয়





স্বরবর্ণ 

সৃজনের মৌলিক স্বর 


স্বরবর্ণ * ২৫ * শারদীয় ১৪৩২

১৪ আশ্বিন ১৪৩২ * ১ অক্টোবর ২০২৫



বাংলার ষড়ঋতুর প্রত্যেকটি নিজস্ব রূপ-বৈচিত্র্যে ভরপুর। শ্রেষ্ঠ কোনটি? এক কথায় বলা মুশকিল। শ্রেষ্ঠত্বের শিরোপা এক্ষেত্রে নিরঙ্কুশ নয়, কারোরই । কারণ, মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম সৌন্দর্য- আস্বাদনরেণু ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। তাই বর্ষা যদি রবীন্দ্রনাথের প্রিয় ঋতু হয়, জীবনানন্দের হেমন্ত, ‘হেমন্তের অরণ্যে আমি পোষ্টম্যান’ বলে উঠবেন শক্তি চট্টোপাধ্যায়, ইংরেজ কবি শেলী লিখবেন ‘if winter comes can spring be far বিহাইন্ড ’ আর কেউ-বা অন্যরকম কিছু।


কিন্ত,আমরা যারা ছোট বড় মাঝারি পত্রপত্রিকা নিয়ে ঘর করি, তা মুদ্রিত বা ওয়েবজিন যা-ই হোক না কেন, তাদের কাছে শরৎ প্রতি বছরই একটি বিশেষ মাত্রা নিয়ে হাজির হয়, বিশেষ করে যখন পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়, শরতের সোনা রং রোদ্দুর শিশুর মত নিষ্পাপ আঙুলে জড়িয়ে ধরে গাছ-গাছালি লতাপাতা-তৃণ, কাশফুল মাথা দোলায় খাল-বিল -নদী পাড়ে, তখন কী এক দোলা লাগে হৃদয়ে- মননে, ঘরে বসে থাকা যায় না, তা এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বজুড়ে রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও। দিনরাত এক করে কবি লেখক সম্পাদকেরা সৃষ্টির শিউলি ফোটাতে চান, যার যেমন সাধ্য তেমনি । কিন্তু, এবার যেন সেই চেষ্টায় তাল কেটেছে।


আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় চোখের ঘুম কেড়ে নিয়েছে বই পাড়ার, বিশেষ করে ছোটখাটো পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের। এমন অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয় স্মরণাতীত  কালের মধ্যে প্রত্যক্ষ করেনি কলেজস্ট্রিট। আমরা যাঁরা বই ভালবাসি, তাঁরা সকলে তাঁদের পাশে দাঁড়াবো, শারদ মরশুমে এই আমাদের প্রতিজ্ঞা হোক।




*******************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন