দেবার্ঘ সেন * দুটি কবিতা
হুলিগ্যানিসম্
যেন মুখস্থের মতো লিখে ফেলছি আবেগের ধ্বনি
দুপুর দুটো বা আড়াইটের সিদ্ধেশ্বরী তলা, পার্শ্বীয় গঙ্গার ঘাট—
উঠে আসছে জল, ঢেকে যাচ্ছে সিঁড়ি
স্কুল পালানো একটি দুটি ছেলে, ধরাচ্ছে সিগারেট।
যেন হাত কামড়ে ঘায়েল করছি নিজেকে, প্রস্তুত অপ্রস্তুত
ইন্টারভিউয়ে ব্যর্থ কোনও প্রার্থী, প্রার্থীর উসকোখুসকো চুল।
যেন ধ্বনির মতো লিখে ফেলছি মুখস্থ আবেগ, বর্ষামুখর দিন—
যেন সম্পূর্ণ না পড়েই প্রতিক্রিয়া লিখে দিচ্ছে,
ChatGpt কিংবা সবজান্তা কৃত্রিম মেধা...
পার্লামেন্ট
জলের ভেতর ছড়িয়ে পড়ছে কালি,
উদ্দেশ্য যেন রাসায়নিক বসু
এই তো এখন লাফিয়ে উঠবে স্রোত
শোক পরবর্তী যাবতীয় জনগণে
এমন করেই চিতার পরে চিতা
দহন খেলতে খোঁড়ে ভস্মলিপি
সংসার এলো, তেল নুন চিৎকারে
টিকটিক করে লেজকাটা টিকটিকি
অবসাদ ঘোরে বদলে যাচ্ছে সব
হৃদয়ের সাথে ভাঙছে যা ছিল গোপন
ঐক্য শুধু মানুষ কেনার ভাষ্য
তলায় তলায় লাথি মারে ব্রাহ্মণ
****************************************************************************************************
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । সম্প্রতি প্রকাশিত দেবার্ঘর দুটি কবিতার বই-- বাড়ির প্রতিটি সিঁড়িতে জল এবং ছাইজন্ম, আয়না পৃথিবী







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন