লিটন শব্দকর * দুটি কবিতা
বাঁশি
দেয়ালের দরদামের আড়ালে কখন যে এক অভিসারের সুর গুনগুন করে উঠতো
তিথি বুঝতে পারতো না,
পঁয়ত্রিশটি বছর কেটে যাচ্ছিল ধূসর ওয়াগনটির গায়ে জুঁইফুল ঝরে পড়া দেখে
তীর্থ ধুলোয় ধুলোয় বাঁশির মতো ফিরেছে
সন্ধের পাখিদের সাথে
কদম
রাধাভাব ভোর থেকে মনে রাখা গোধূলির মাঠ পর্যন্ত
নীরস কতগুলি গদ্যের বছর কার অপেক্ষায় কেটে যায়
সিলেবাসে ছেলেবেলার রোদ,
শীতবিকেল, ভিক্টোরিয়া ল্যাম্পের নীচেই
তীর্থ গাভীগুলির চড়ে বেড়ানো দেখে
তার সব আলোই কদম্ববৃক্ষের নীচে নতজানু
***************************************************************************************************************
লিটন শব্দকর
ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র






ভারী সুন্দর কবিতা দুটি
উত্তরমুছুন