বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সুধাংশুরঞ্জন সাহা






সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা 


ব্যক্তিগত সংলাপঃ ২০

কবিতা কি শব্দের পর শব্দ সাজিয়ে 
কোনো মিথ্যের জাল বুনে যাওয়া?
নাকি, একের পর এক বিশেষ শব্দ গেঁথে 
বোধের এক অনন্য সেতু নির্মাণের নিবিড় সাধনা!
নানা প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খায়।

ইদানিং কেউ কেউ সব রঙ গুলিয়ে দেয়।
শীতকাল আসার বহু বহু আগেই যদি 
কোকিলের ডাক বসন্তের আগমন রটিয়ে দেয়, 
তাহলে এইসব ছলনা দিনরাতের মতোই স্পষ্ট হয়ে ওঠে।
আদতে সাদা আর কালোর ফাঁকে যে বিস্তারিত ধূসর জমি,
বোধহয় সেটাই জীবনের প্রকৃত রঙ।
সেই সত্য সন্ধানই বুনে দিতে পারে  কবিতার বিচিত্র ভুবন।


ব্যক্তিগত সংলাপঃ ২১

জীবনের ক্ষেত্রে সত্য আর মিথ্যার ফারাক খুব গোলমেলে,
অথবা সত্যটা সেভাবে ধরা পড়ে না।
কিন্তু জীবনভর সত্যের সন্ধান জারি রাখতে হয়...
যেমন বাস্তব ও অবাস্তবের মধ্যে স্পষ্ট কোনো ভেদরেখা টানা মুশকিল।
সবকিছুকেই পুরোপুরি সত্য কিংবা মিথ্যা হতে হবে,
এমন কোনো কথা তো নেই!
একই সঙ্গে যা সত্য, আবার মিথ্যা দুইই হতে পারে,
কাল ভেদে, স্থান ভেদে কিংবা ব্যক্তি ভেদে।


ব্যক্তিগত সংলাপঃ ৩১

ধরো, গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে 
মানুষ বেরিয়ে পড়েছে বৃষ্টির ঠিকানার খোঁজে।

আকাশের ইনবক্স তন্ন তন্ন করে 
কোথাও পেলো না তার উপস্থিতি।

তখন মেঘ ব্যারাকে ঢুকে দ্যাখে 
সারি সারি মনমরা মেঘের প্রদেশ 
হাল ছেড়ে বসে আছে 
ঋতু পরিবর্তনের অছিলায়।

আষাঢ় মাঠে নামলেই, ব্যারাক ছেড়ে 
গুটি গুটি পায়ে, বেরিয়ে আসবে মেঘ, 
বৃষ্টির তোড়ে ভেজাবে একসঙ্গে সব
পাখি গাছপালা মাটি এবং মানুষকে।

এমন কাঙ্ক্ষিত পরিবেশে স্বস্তির শ্বাস নেবে প্রাণীজগত।



ব্যক্তিগত সংলাপঃ ৩২

এখন রাতের শরীরে চোরাচালানের সংকেত, 
দিনের গায়ে লক্ষীভাণ্ডারের কলঙ্কচিহ্ন ...।

কয়েকজন উজ্জ্বল তরুণ তরুণী 
দিনরাত এক করে মরিয়া চেষ্টা করছে 
ফিরিয়ে আনতে বাংলার হারানো পরিচয়।

এসময় সবাই চেয়ে আছে ওদের দিকে 
সকাল আটটার কচি রোদের মতো 
ওরাই বাংলার ভবিষ্যত।


ব্যক্তিগত সংলাপঃ ৩৩

সুরের নদীতে শব্দ সাঁতার কাটলে 
গান হয়ে আমাদের কানে বেজে ওঠে।
বৃষ্টিভেজা ভোরবেলা একটা শালিখ 
ভিজে ভিজে কাকে যেন খুঁজেই চলেছে!
সে কি হারিয়ে ফেলেছে নিজের সঙ্গীকে?
নাকি, দিশেহারা হয়ে আত্মজাকে খোঁজে!











******************************************************************************************************



সুধাংশুরঞ্জন সাহা

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০  ইত্যাদি। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন