বিরথ চন্দ্র মণ্ডল * দুটি কবিতা
মায়া
একটি মোহের নাম কুম্ভ স্নান
একটি চাতুরীর নাম প্রেম
একটি সংসারের নাম মায়া হলে
একটি পুরুষ মৌমাছি সর্বংসহা হয়
খসে যাওয়া পাতা হতে জানে ।
তখন বুঝতে পারি
প্রেমের গুঢ় সত্য কী?
পৃথিবীতে প্রেম কিছু আছে ?
অথচ ;
শেকড় বলছে বাকলে সত্য সবুজ লুকানো
পত্ররন্ধ্রে বাঁচার খোরাক.... !
আসলে প্রেমের সত্যাসত্য তাৎপর্য এখনো অধরা।
ঈশ্বরের হাত
এ জগতে কিছু পাখি
নীল চাদরে রক্ত ঢেলে দেয় ।
সে রক্ত মোছে না কখনো
চাদরের গল্প কথার ভাঁজে
ঝড় বয় - বাজ পড়ে।
পরাকাষ্ঠায় মিলন আবহ।
আবার
কোন কোন দৃশ্যপটে
' ঈশ্বর ' শুধু চোখের জলের জন্য
রক্তে ভিজিয়ে রাখেন "চিত্রনাট্য''
আর
টান টান অসহ্য দহন ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন