অপর্ণা দেওঘরিয়া * দুটি কবিতা
হলুদ পলাশে
সে কোনদিনো ছিলো না পবিত্রতায় নম্র
আকাশে
স্পর্শ সুখে করুণাধারায়।
সে আর নেই, হলুদ পলাশের সমারোহে।
বেদনা বিদুর লিরিকে নিরীহ মাটির মত স্বেচ্ছানির্বাসনে
সম্পর্কেরনক্সায় কত দাগ
ছোট নীল চায়ের কাপে ধুমায়িত প্রেমের তুফান
চরাচরে কত অনুরাগ অভিমান আঁখিভরা বিষন্নতায়।
তাকে প্রাণখুলে হাসতে দেখিনি
চোখের টানায় সুযোগসন্ধানী রহস্যের রমনীয় মুখ দেখেছি?
টানাপোড়েন নিঃশব্দ চাপা কান্নায়
ক্লান্তি উৎকন্ঠা ভয় ঝকমারি মোহিত মেঘে
একেমন রমনীয় ক্ষুধা লালসা, তঞ্চকতা?
হয়তো মিথ্যা গয়াপিন্ড অতলস্পর্শী ছলনা মোচ্ছব, দূরভিসার স্রোত।
শ্বাপদ শিকারের পতন অহংকার।
এস তথাগত দিল দিলদরিয়ায়
সুজাতার আকুল স্রোতের মলিন
ধূলোয় খুলে ফেলি নিষ্পাপ হৃদয় দ্বার,
আহা লুম্বিনীর অভিসারের প্রক্ষলনে।
কথাকলি
এস আবসাদে শোকগাথার পাঁচালিতে
সমারোহে সেজে উঠুক ভাস্কর্যের প্রান্তভূমি
কথাকলি রঙতুলি রেখায়।
ধুমায়িত ঋণের অঙ্গিকারে
ভিজিয়ে দাও জীবনের মাটি।
অর্নগল আলাপে বিলাপে সমারোহের তত্ত্বকথা
ক্ষোতে বিপুল তরঙ্গে সম্পর্কের বিচ্ছেদে
যদি প্রেমহীনতায় চলে যাই একাকী
সন্ধিপ্রকরণে কামিনী কাঞ্চনের লীলার
প্রভাহমানতায় বিষধর বেণুবনের ধারাপাতে।
************************************************************************






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন