বুধবার, ১ অক্টোবর, ২০২৫

শ্রীতনু চৌধুরী





শ্রীতনু চৌধুরী * দুটি কবিতা











পদ্মরাগ চরণ 


'দেহি পদপল্লব মুদারম্' 

লেখার পর 

শূন্যে তাকিয়ে থাকি- 

অদৃশ্য পদ্ম পলাশের দিকে ।

ডালে ডালে কিংশুক ভোর,

মিথুনগন্ধ ফাল্গুন বাতাসে 

একটিও বোধিবৃক্ষ অবশিষ্ট নেই কোথাও ।

খুঁজতে খুঁজতে অবশেষে 

নিভৃত নৈরঞ্জনায় দেখি 

রাখা হয়নি এখনো ধ্যান।


এক লোহিত সাগর পেরিয়ে 

যেখানে বারবার যেতে চেয়েছে 

আমার কাঙাল রাখাল 

সেখানে না গেলে 

দেখিও না আমাকে রাধে 

চতুর্ভূজ চর্চিত ঐ ললিত দুর্লভ ।

যতই যাচ্ঞা করি না কেন 

অশ্রু অঙ্গারে পুড়ে পুড়ে 

খাক্ হয়ে যাক আগে মিথ্যা শ্রমণ -

তখন, কেবল তখনই 

একটি নীলকান্ত মণির মাথায় 

আলতো অনুগ্রহে 

রেখে দিও রাই তোমার 

পদ্মরাগ চরণ ।

















কফিনের পেরেক

 

যে অংক যোগে মিলেছিল

বিয়োগে মেলাতে গিয়ে একদিন

হাতে উঠে আসে কফিনের পেরেক

রক্ত ঘাম শ্বাসযন্ত্র পেরিয়ে

হাতুড়ির অন্তিম ঘা' এ

হৃৎপিণ্ড স্পর্শ করলে সে সূচালো শলাকা

ভেতর থেকে একটা গোঙানির শব্দ ওঠে

ঈশ্বর কণা দিয়ে যে পথচলা শুরু

সেই যাত্রাপথে 

ক্লান্ত ঈশ্বরকে দেখি কসাইখানায় ।


















***************************************************************************





শ্রীতনু চৌধুরী


প্রাক্তন ভারতীয় নৌসৈনিক,বর্তমানে প্রাথমিক শিক্ষক


প্রকাশিত কাব্যগ্রন্থ : রাধে ও রঞ্জনা, মাটির মৃদঙ্গ, চর শিলাইয়ের পদ্য।


সম্পাদিত পত্রিকা : কবিতা শিলাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন