চন্দ্রাণী গোস্বামী * দুটি কবিতা
ভ্রমের কাব্য
সপ্তপদী থেকে এখন পর্যন্ত নিদেনপক্ষে
একশোআটান্ন বার হাতে হাত লেগেছে
তার সাথে
কখনো শঙ্খ লাগে নি।
তারপর সে ছিল বিষম এক বাদলের দিন...
অচেনা রাস্তায় কামিনীর গন্ধে নাক বুজে আসে;
সেই থেকেই আমার ক্ষরণ মাস--- চোখে, মনে।
সে পথ আর মাড়াই না কখনো---
তবুও কেন যে কামিনীর নেশায় সাপ আসে!
আশ্রয়
এবারে সে চলে যাবে অনেক দূরে... খুব ভোরে
অচেনা একটি পাড়ায়
খালি পায়ে।
ধুলোবালি, কানাকড়ি, অবহেলা, খেলাধুলো... ফেলে।
যেন তার কেউ নেই---
এই শীতে শেষ ডাকহরকরাও অপেক্ষা করে নি কোথাও।
মিহিন বাতাস মোলায়েম সুরে কেঁদে ওঠার আগে
করতলে ক্ষমা মুদ্রা--- অস্থি ছাই বিসর্জন জল ছুঁয়ে।
চোখ তবু একবার পিছনে ফেরে,
উঁচু একটা মেঘ...
উজ্জ্বল শ্যামবর্ণ। আপনজনের মতো।
**********************************************************
জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তাঁর কবিতার বই----







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন