বিকাশ চন্দ * দুটি কবিতা
বিষ তিলকের দাগ
মাটি ছুঁয়ে উঠে আসে বিষণ্ণ গ্রামের মেঘ
বিষ দাঁত আর চুম্বনে নীল জল জন্ম মুখ
সকল অলক্ষ্যে জাতি ধর্ম ভেসে যায় বিপরীত টানে
আশ্চর্য অন্ধকার নির্মল বাতাস খোঁজে অন্তর্গত বিশ্বাস
ঘাস রঙের শাড়িতে উঠোনে একাকী
অশ্রু চোখে উদাসী আদ্যাশক্তি
কেউ কেউ নীরবে দেখে আশ্চর্য অনিবার্য নিয়তি
কেউ কেউ দেখেছিল মুখে ছিল উদাসীন হাসি
অদেখা হাজারো পূর্ব পুরুষ কোথাও নির্বিকার
ক্ষয়িষ্ণু পৌরুষ দেখে ছিঁড়ে খায় সদ্য কুমারী শরীর
চৈতন্য সময় ভেজে উষ্ণ শোণিতে
অস্পৃশ্য সময়ে ক্ষত মুখ চেটে খায় পাশবিক ঠোঁট
বোধগম্য হয়নি প্রজাপালকের গোপন দখলদারি
নরম শরীরে আগুন ছুঁয়েছে স্বভাব দহনে
গৃহস্থ কপালে এঁকে দিচ্ছে বিষ তিলকের দাগ
শত্রু হীন ঈশ্বর আর ফুল
জলে যে জলছবি আঁকা হয়ে যায় জীবনের রঙে
কী করে ধরে থাকে জলের অদিবাস আত্মায়
জলের ভেতর পুনর্জন্ম দেখে মানুষের সনাতন ভাষামুখ
এখন খুঁজে ফেরে মাটি ধান ক্ষেত শস্য ভূমি
বড় জরুরী সকল মানুষের মতো তৃতীয় বসতি
কখনো লেখা হবে জল আর মানুষের জন্ম কথা
সকল ঔদার্য ছুঁয়ে সৃষ্টি রহস্যে সপ্ত ঋষি কাল
এ জীবনের উঠোনে যত রক্তপাত নীরব সাক্ষী হীন
বড় আনন্দে কোলজুড়ে জ্যোৎস্না মাখে ডালিম ফুলের পুতুল
সারাক্ষণ আবিশ্ব জুড়ে পাখিদের গান বাধাহীন
কোন বেচা কেন নেই শত্রু হীন ঈশ্বর আর ফুলে
রহস্য মোড়া কোন কোন মানুষ দেখালো হৃদয়ের মুখ
শিক্ষা দীক্ষা সকল মাধুর্য দু' হাতে জড়িয়ে নির্বাক কণ্ঠস্বর
ঝরা পাঁপড়ির কথকতা ভেসে যায় নিষিদ্ধ জলের স্রোতে
কেন উষ্ণ স্বর নিয়ে ভেসে যাও অন্তরে অন্তরে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~
বিকাশ চন্দ



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন