নমিতা বসু * দুটি কবিতা
ধারাবাহিকতা
শবদাহ সেরে এসে নিজের শরীর গোছাতে বসেছি ।
একটা নয় দুটো নয় চার চারটে অলংকার দিয়ে ।
(বিবেক,বুদ্ধি,জ্ঞান,অভিজ্ঞতা) অত্যাধুনিক পদ্ধতিতে ।
যত দুর যাওয়া যায় থামব না কোথাও ।
না নির্জনতায়,না কোলাহলে,না প্রবাহে না প্রহেলিকায়,
না বিষণ্ণতায়, না বিভীষিকায়,না লজ্জ্বায় না লাবণ্যে ।
যতক্ষণ না নিষ্পন্দ হৃদস্পন্দন অন্তসত্বা গম্বুজের মতো
তেহাইর মাত্রা অতিক্রম করে ।
লোভাতুর জান্তব আকঙ্ক্ষারা জীর্ণ কেল্লার মতো
মুখ থুবড়ে পড়বে ।
ঘাটে ঘাটে তৈরি হবে অসংখ্য শ্মশান
আর শসাগরা পৃথিবীর সামান্য এক ঢেলা মাটি দিয়ে
পুত্তলিকা বানানো হবে ।
যার পাশে পত্পত্ করে উড়তে থাকবে এক চিলতে
কাপড় ওরফে গোত্র হীন পতাকা ।
হ্যাম সব জিন্দা রহে ।
আমরা অদৌ বেঁচে থাকবো তো?
'ভালবাসা/ধর্ম
ঋতুর স্বভাবি বৈচিত্রে পথ ও বৃষ্টির মধ্যে
আশ্চর্য একটা bonding থাকে।
সমস্ত জঞ্জাল পরিষ্কার করে চলে যায় ,
নির্দিষ্ট নিয়মের পুনরাবৃত্তিতে ।
কিন্তু কিছু কিছু উপভোগকারী "পা"
বৈশিষ্ট্য অনুযায়ী কাদা ধরে রাখে ।
সন্ধানী দৃষ্টি, একবার আকাশ তো
একবার মাটি, নির্বোধ চিত্তে।
আমরা অভিজ্ঞান,আমরা dictionary,
আমরা শব্দ সন্ধানী।
*************************************************************************************************






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন