কবিতাগুচ্ছ * রতন পালিত
বাহির থেকে ভিতর
(ক)
সম্পর্কে কপাট ছিল না
কপট চালে মলিন
বন্ধন প্রত্যাশা; অনিবার্য
ছিল না
কাজল ধুয়ে গেলে
চোখ ছেড়ে কখনো
নিজেকে দোষে না
উড়ন্ত পাখি
(খ)
বৃষ্টি পড়ছে
মাতাল
ওঠানামা করছে শ্বাস
বুকের ভিতর হাত দিতে বলল সে
বজ্রপাত ভয়
মাঠের মাথায়
কোন ছাদ নেই
(গ)
একটা ঝাঁকুনি দিয়ে
থেমে গেল গাড়ি
সে বলল, বিকল
গাড়োয়ান কনফিডেন্ট
ভাবল
গাড়ি থেকে অবতরণ
নিরর্থক
(ঘ)
জন্ম রহস্য
কেউ জানে না
চারিদিকে দিকে ঢি ঢি
মন্থন সময়
জ্ঞানহীন
উত্তাল সমুদ্র
কোন জাত মানে না
(ঙ)
বিকারগ্রস্ত
পরনে কিছুই নেই
দেখারও কিছু নেই
এদিক থেকে ওদিক
আলো
বাতাসের মতো চলাচল
(চ)
আহ্লাদ
আলো নিভিয়ে
রং মাখি
লোকজন বেবাক
একটা একটা করে তারা ফোটে
ভরা আকাশ
অবোধ শিশুর মতো উলঙ্গ নিঃশ্বাস
বাহির থেকে ভিতর
(ক)
সম্পর্কে কপাট ছিল না
কপট চালে মলিন
বন্ধন প্রত্যাশা; অনিবার্য
ছিল না
কাজল ধুয়ে গেলে
চোখ ছেড়ে কখনো
নিজেকে দোষে না
উড়ন্ত পাখি
(খ)
বৃষ্টি পড়ছে
মাতাল
ওঠানামা করছে শ্বাস
বুকের ভিতর হাত দিতে বলল সে
বজ্রপাত ভয়
মাঠের মাথায়
কোন ছাদ নেই
(গ)
একটা ঝাঁকুনি দিয়ে
থেমে গেল গাড়ি
সে বলল, বিকল
গাড়োয়ান কনফিডেন্ট
ভাবল
গাড়ি থেকে অবতরণ
নিরর্থক
(ঘ)
জন্ম রহস্য
কেউ জানে না
চারিদিকে দিকে ঢি ঢি
মন্থন সময়
জ্ঞানহীন
উত্তাল সমুদ্র
কোন জাত মানে না
(ঙ)
বিকারগ্রস্ত
পরনে কিছুই নেই
দেখারও কিছু নেই
এদিক থেকে ওদিক
আলো
বাতাসের মতো চলাচল
(চ)
আহ্লাদ
আলো নিভিয়ে
রং মাখি
লোকজন বেবাক
একটা একটা করে তারা ফোটে
ভরা আকাশ
অবোধ শিশুর মতো উলঙ্গ নিঃশ্বাস
************************************************************************************
রতন পালিত
কবিতা মননে, চিন্তনে । স্কুল জীবন থেকে। প্রথম প্রকাশিত কবিতা স্কুল ম্যাগাজিনে, একাদশ শ্রেণী। তারপর বিভিন্ন জনের আবদারে অনেক লেখা বিভিন্ন স্কুল, কলেজ এবং স্থানীয় শারদীয় পত্রিকায় নিয়মিত প্রকাশ। মাঝে বেশ কয়েক বছর ছেদ। বর্তমানে নিয়মিত চর্চায়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন