বুধবার, ১ অক্টোবর, ২০২৫

প্রবীর কোনার




প্রবীর কোনার * দুটি কবিতা 

দহন


আকাশে মেঘের খেলা মেঘময় মন,

বৈশাখী হাহাকার দহনে ও তাপে;

বাংলার সব নদী চেয়েছে শ্রাবণ,

অরণ্য ওর শোক পাতাতেই লেখে।।


ছোট ছোট চিরকূটে শত অক্ষর,

শুকনো নদীর বুকে পিপাশার টান;

নৌকা চায়নি তবু পেয়েছে নোঙ্গর,

সব নদী তৃষ্ণায় বড় ম্রিয়মাণ।।


বনে বনে আতঙ্ক আকাশে তাকায়,

যদি কোনও সুখবর বৃষ্টির সাজে;

বাংলার সব মেঘ লেখে বাংলায়,

কিছু কিছু বিক্ষোভে কিছুটা লাজে।।











ভান


এইভাবে আর কতদিন চলে বলো,

নিজেই এখন দেখছি নিজের ছায়া;

সামনে আমার অজানা সব ধূলো,

বাতাস জানে কোন পথে কার যাওয়া।।


ঠিক তখনই আকাশ থেকে নামে,

একটা কিছু জুড়িয়ে দিল মন;

সব তারা আজ আমার পাশের গ্রামে,

সামনে আমার রাতের গুঞ্জন।।


আমার ঘরের প্রতিটি মোমবাতি,

লড়াই করে আঁধার খানখান;

আমরা যাকে বন্ধু ভেবে মাতি,

সে আসলে ছদ্মবেশী ভান।।


এখন আমার প্রতিটি কবিতায়,

আগুন খুঁজি একাগ্রে একমনে;

সব পাখিরা ভোর বেলাতেই জানায়,

আমরা উড়ি নিজের প্রয়োজনে।।







*********************************************************************



 প্রবীর কোনার 

জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রামবাটী গ্রামে । পেশায় শিক্ষক । সাহিত্য তার কাছে অবসরের শুশ্রূষা ,তার নিকটতম উপশম  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন