পঙ্কজ মান্না * দুটি কবিতা
আমার কবিতা
কবিতা কি আদিগঙ্গা
পৃথিবীর সব কালো চিরদিন বয়ে নিয়ে যাবে?!
কবিতার ঘোর জ্বরে আশেপাশে কেউ নেই,
কবিরাই ভালোবাসার পথ্য খাওয়াবে
আমারও জীবন-জ্বরে কবিতা মায়ের মতো শিয়রেই জেগে
থাকে রাত
কবির দোসর ক্যানিং লোকালও জানে সাত বাড়ি কাজ সেরে
কবিতারা চিরকাল খায় নুন ভাত
দ্যাখো,কবিতা হাঁটছে মিছিলের পুরোভাগে
বিচার চাইছে মানুষের দরবারে
কবিতার কাঁধে রোগ সারাবার ভার
আমার কবিতা ধানখেতে রাত জাগে
তাই অন্ধ সময়ে কবিতাকে চাই কাছে
কবিতা ঘটায় রাত্রির অবসান
বন্ধ দরজা সজোরে ধাক্কা দিয়ে
প্রতিরোধ ভেঙে করে দেবে খানখান
বর্ষারাতের অনুভব
বৃষ্টি হঠাৎই আসে ঘোরতর আষাঢ়ে শ্রাবণে,
'গগনে গরজে মেঘ ' কবিদেরও গৃহগত প্রাণ আনচান
কাকভেজা বাসস্ট্যান্ডে সাগরিকা লজ ভেজে,
আর ভেজে কবিতার আলোক-সন্তান
তাঁর ঝোলা নড়ে চড়ে,কবিতার তেরো মেলা মালতীফুলের
ঘ্রাণ আলুথালু শব্দমিছিল
শহরের ল্যাম্পপোস্ট সাঁঝবেলা ঘুম-ঘুম,
ঠাকুমার ছানি পড়া চোখ মনে পড়ে
পথেঘাটে কেউ নেই ,এই সঘন বাদল রাতে গরীবেরা কমবেশি
প্রেমিক স্বভাব,
তাই শেষ বাসও চলে গেছে খানিক আগেই;
সকলেই ঘরে ফেরে,পথ শুধু পড়ে থাকে
বাস্তুহারা পথে ,আজ সোনায় সোহাগা তিথি,
ধুম জ্বর পথিকের, অনিকেত পথেরও বোধহয়
****************************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন