তাপস কুমার দে * দুটি কবিতা
ছন্দে বৈরি হওয়া
হিন্দু-মুসলিম এক বৃন্তে দুটি ফুল বুকে নিয়ে ঘুমিয়েছেন যে
কবি
আমি তাঁর উত্তরসূরি।
তবু আমার ছন্দে বৈরি হাওয়া বিরাজ করছে।
কবিতার ভাষায় আক্রমনাত্মক
হিংসাত্মক নির্মম লাইনগুলো জোরপূর্বক ঢুকে পড়ে
রাজনীতি মুখর আমর কবিতা
আগুন দ্বারা বারংবার পোড়ে
আমাদের সম্প্রীতি সৌহার্দ্য
সুখ দুঃখের চারপাশ সবুজ
গড়ি মন্দির মসজিদে
আর গল্প নামাই বৃক্ষ থেকে।
হাজার বছরের ইতিহাস আমি বুকে নিয়ে ঘুরি
কুয়াশার ভেতর আমি ভেঙে পড়ছি
আর সবুজ হারিয়ে ফেলেছি।
আমার কবিতার কান্নায় গোরস্তান ভেসে যাচ্ছে
অন্ধকারে পাপের ঈশ্বর
যাকে অতিক্রম করছে মহা আনন্দে।।
ভরা মেঘে বিদ্যুৎ চমকালো
দ্রোহ
মনে হয় সেখানে কোনো মায়া ছেঁড়া কান্না মাটি খুঁড়ছে
মৃত্যুর মত ছায়া বয়ে বেড়াচ্ছে আকাশের দ্যুতি
জোছনা লুট হয়ে যাওয়া কাগজের নৌকা ভাসছে
বেলুনের ভেতর স্মৃতি ভরে ছেড়ে দিচ্ছে মহা শূন্যে
শূন্য কোনো শূন্য নয় জলবায়ুর ঘর
ঠোসা পড়া চাবুকের দাগ ঘরের গতরে
যে গল্প
আকাশের
মানুষের
সময়ের স্রোতে ফের মায়া কবর নড়েচড়ে বসে
কাহিনির মত করে খুন দিয়ে বেঁধে রাখা সূর্য
অশ্রুতে অস্ত্র নেই
ধারালো দৃষ্টি জ্বলছে যেন
যেখানে সমুদ্রের গর্জন ভাঙছে পাঁজর।।
**************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন