তুষার ভট্টাচার্য * দুটি কবিতা
পাখির মায়ের মতো
ভোরবেলা রুপোলি শিশির জলে ভেজা ঘাসের উঠোনে পড়ে আছে কার
আলতা পায়ের চিহ্ন !
পাখির মায়ের মতো দু'চোখে অপার স্নেহ ভালবাসার আদর নিয়ে
পুবালি ধান রোদ্দুরের গন্ধ গায়ে মেখে
চুপি চুপি কেউ কী এসেছিল আমাকে জাগাতে ?
সেই স্বপন চারিণী যদি ফিরে আসে
আবার আমার নিরালা দুয়ারে
তবে আমি মনের আয়না থেকে মুহূর্তে থেকে মুছে ফেলবো সমস্ত দুঃখ আর মনস্তাপের অক্ষর ;
আমাকে নিঃস্ব করে যে চলে গেছে
হিমেল রাত্তিরে
কাঙাল প্রেমিক আমি তার কাছে
শত সহস্রবার নতজানু হতে পারি দ্বিধাহীন ;
ভালবাসার স্বর্গদুয়ার পেলে
হৃদয়ের ভাঙা শ্লেটে দুঃখের কথকতা লিখবো না আর কোনওদিন l
আকাশ গঙ্গায়
সারা রাস্তাজুড়ে ছড়িয়ে আছে দুঃখের নুড়ি পাথর
আমি সেগুলি কুড়িয়ে নিয়ে আসি জামার
পকেটে ;
নিঝুম শীতার্ত রাত্তিরে ফিকে ম্লান চাঁদ
ইশারায় ডাকে আয় আয় বলে ;
নদীর ওপারে জ্বলন্ত চিতার আগুনের ধোঁয়া কুন্ডলী পাকিয়ে উড়ে যায়
আকাশ গঙ্গায় ;
মাঝিহীন নৌকোয় চেপে আমারও নীরবে
চলে যেতে ইচ্ছে করে সূর্যাস্তের অন্ধকারে
ওই তিনভুবনের পারে l
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন