নীলাঞ্জনা ভট্টাচার্য * দুটি কবিতা
বৃষ্টি কাব্য
ধূসর কালো গগন আজি
নীলের সাথে মেশায়
সাদা মেঘ আলপনা দেয়
রঙীন মনের নেশায় ।
বিদ্যুৎরেখা ঝলসে ওঠে
মেঘের চাদর চিরে
ভয়ার্ত সব পাখিরা আজ
কুলার মাঝে ফেরে ।
গুরুগম্ভীর রবে কাঁপে
আকাশেরই বুক
পৃথিবী জুড়ে বৃষ্টি নামে
ধরার জড়ায় সুখ ।
ধীরে ধীরে ভরে ওঠে
পুকুর থেকে নদী
জলবিন্দুর কাব্য গাথা
ফিরে পেতাম যদি ।।
শারদ আনন্দ
সবুজ ঘাসে শিউলি চাদর
নীল আকাশের তলে
একশো আট লালপদ্মের
মালা যে মা'র গলে ।
মাতৃমুখের রূপের ছটায়
উদ্ভাসিত চারিধার
ঢাক ঢোল আর কাঁসির সুর
মাতায় পারাপার ।
সাদা কাশের আল্পনাতে
আলোয় মাঠঘেরা
জনজোয়ার দিল বলে
কোন মন্ডপ সেরা ।
চারটি দিনের তরে
উমার পিতৃগৃহে আসা
সবাই মিলে প্রাণ ভরিয়ে
আনন্দেতে ভাসা ।।
**********************************************************************
নীলঞ্জনা ভট্টাচার্য একজন বিশিষ্ট শিক্ষিকা , ঘরে বাইরে তার ব্যস্ত জীবন । তার মধ্য থেকেই একটু সময় বার করে কবিতা লেখা ও আঁকা । মনের খিদে মেটাতে ও ভাব প্রকাশ করতে তিনি কবিতা ও গল্প লেখেন । তার লেখালিখি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় । বাংলা ভাষার সঙ্গে ইংরাজি ভাষাতেও তিনি কবিতা লেখেন । ছন্দ মন ও মনপাখি নামে তাঁর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন