জীবন সরখেল * দুটি কবিতা
মর্মকার
জুতো পালিশের অছিলায় 'ওরা'
বারেবারে সততাকেই ছুঁতে চায়...
চন্দন চর্চিত চরিত্রের বেশ সুগন্ধ যেন
শতছিন্ন জুতোর তলাতেই সহজে ভাসে!
পদ্মকুন্ঠিত নরম যে পায়ের ছোঁয়া পেতে
অধীর হয়ে ওঠে সহিষ্ণু চেতন-মাটি
কাজের ফাঁকে সেই চিরন্তন চেতনা প্রবাহকেই ওরা অনায়াসে
জড়িয়ে ধরে....
উত্তরণ
কলমে-জীবন সরখেল
দেশ কাল স্থিতি সাম্যের ভিন্নতায়
জীবে-জড়ে প্রাণ থেকে প্রাণে বয়ে যায়
ভয়-দুঃখ-সুখ ও নির্মল আনন্দের স্রোত...
ভেতর থেকে আধি ব্যাধি সমস্যা নিরাময়ে চলমান তবু স্থায়ী অভিমুখ বদলের সন্ধান...
অমূলক তাড়না আহ্বানের গুহামুখ ভ্রান্তি
দেহ-মন-বুদ্ধি-শুদ্ধহৃদয় ক্রম ছাপিয়ে শেষে
আত্মায় বোধের মিলন সুখেই ভেসে যায়
দোষ গুণ সংখ্যা অবস্থাতীত পরিণাম....
****************************************************************
১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন