গুচ্ছ কবিতা * বাবলু সরকার
তৃষ্ণা
১
তুমি কী কবিতা শুনতে চাও?
মৃত্যুর?
তুমি কী কবিতা পড়তে চাও?
অপদস্তের?
ভুলে যেও না সামান্য হলেও কিছুটা সূর্যের
আলো তোমার মুখে দিয়ে এসেছিলাম আমিই
আরও পারতাম কিন্তু মিথ্যে অজুহাতে মিথ্যে
মনগড়া অভিযোগে আকাশ থেকে বিচ্যুত
হয়েছো তোমরা নিজেরা
এখন এই বৃষ্টি রাতের ভিজে পাতার নীচে
মাথা লুকিয়ে আর কী হবে
বৃষ্টি আর মেঘ তারা তো আর তাদের ধর্ম
পালনে স্খলিত হতে পারে না
২
ওকে জলে নামিয়ে দাও
জল পড়ুক ওর গা থেকে
টুপটুপ করে ওর নাক থেকে
সোজা পায়ের নীচে
চিন্তা নেই আমি মধ্যগগন অধিকারে নামবো না
বসে থাকবো পায়ের কাছে
তাকাবো না উপর পানে
আমি ভালোবাসবো শুধু ওর বোঁচা নাকটুকুকে
ওকে জলে নামিয়ে দাও
বৃষ্টি পড়ুক ওর গা থেকে
৩
কোন পাতাটাকে যে ছিঁড়বো
বিভ্রান্ত আমি
যে গাছের দিকেই হাত বাড়াই
এক অদৃশ্য ঘেরাটোপ আঁকড়ে ধরে আমাকে
আমি বিভ্রান্ত হই সূর্যের পানে দৃষ্টি নিক্ষেপ করি
অন্তরাত্মা কথা বলে ওঠে
পাতারা বিভিন্ন পরিচয়ে মিঠি মিঠি
তাকিয়ে আমার দিকে
আর আমি সড়সড় করে নেমে যাই
অতল নদীপথে
৪
তুমি জেগে আছো গাছের পাতার মতো করে
মুখে নিচ্ছো নির্মল শিশির বিন্দু
তোমার প্রাণ বেঁচে আছে কোকিলের
মিষ্টি সুরের মতো মিষ্টি করে
এসবই এক প্রাচীন গুহা মুখের চিত্র
সেখানে আমি কোন অতীত জানি না
শুধু এটুকু জানি তোমার গাছের পাতা
ভিক্ষা চাইতে চাইতে আমি যে কবে
তোমার গাছের নীচে চলে এসেছি
তাও জানি না
শুধু এটুকু জানি আমার কোন এক আত্মা
তোমাকে ভালোবাসতে চেয়েছিল কোন এক দিন
৫
বৃষ্টি পড়ছে বাইরে
ছাতাটা তোমার হাতে
ভিজে আকাশ ভিজে আমার মাথা
পথের কিনার দিয়ে তুমি
ছোঁয়াচ বাঁচিয়ে হাঁটছো
পাছে অশুচি গাছের থেকেও জল
পড়ে যায় মাথায়
বৃষ্টি পড়ছে আকাশ ফেঁড়ে ভিজছি আমি
ছাতাটি তোমার হাতে ছোঁয়াচ বাঁচিয়ে হাঁটছো
একবারও মনে হয়নি ওটা আমার মাথায় ধরবে
৬
তোমাকে করা আদর গুলো
ফেরৎ পেতে ইচ্ছা করে
উত্তাল সমুদ্রের মতো যখন
তুমি সামনে এসে পড়তে
তখন ঢেউয়ের মতোই ভাঙতাম আমি
ভেঙে পড়তো আমার হাড়গোড় তোমার
টুকরো টুকরো হয়ে যাওয়া অনু শরীরের মধ্যে
চারিদিকে উষ্ণ বাতাস উষ্ণ কিছু চোখ
সে চোখ গুলোকে বশে আনা
চাট্টিখানি কথা নয়
তবু এতো কিচ্ছু সামলে তোমার কাছে যাওয়া
ফুলের কুঁড়ির মতো তোমার নাজুক নত
শরীরটাকে উত্তেজিত করা সেসব দিন গেছে একসময়
এখন এই পড়ন্ত বিকেলের রোদের সময়
কিংবা কাঁপানো ঠান্ডার ভিতরে তোমার সেই
উষ্ণতা ফিরে পেতে ইচ্ছা করে তৃষ্ণা
*****************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন