বুধবার, ১ অক্টোবর, ২০২৫

হামিদুল ইসলাম




হামিদুল ইসলাম * দুটি কবিতা 

জীবন খুঁজি


এক বুক বিষণ্ণতা নিয়ে বসে আছি 
পাশে গভীর সমুদ্র 
ঝুল বারান্দায় ঝুলছে নীল আকাশ 
অন্তরমহলে একঘর ঈশ্বর।

বিষণ্ণতার নাম ধরে আর ডাকি না 
ফিরে আসে অমাবস্যার রাত 
প্রতিবেশী মেঘ এসে উঠোনে দাঁড়ায় 
বৃষ্টি নেই কতোদিন 
দাবদাহে চৌচির হয়ে যায় কবিতার মাঠ।

ইচ্ছে হয় ঢেকে রাখি বিকেল 
তবু বাঁশি বাজে 
ভাঙা নৌকোয় বাউল লালন 
বুকের ভেতর মৎসগন্ধা। লুপ্ত ইতিহাস।

কথার বসতে জীবন খুঁজি 
এই নিঃস্ব জীবনের নাম দিই মৃত্যু
নাম দিই মৃতের সমাধি। রত্তি মহেঞ্জোদরো।












তুমি 

তুমি ছেড়ে গেলে এখন আর কষ্ট হয় না 
দেয়াল হয়ে দাঁড়ায় বিচ্ছেদ 
আলো নেই 
আঁধার গভীর হলে আকাশ দেখি সারারাত।

অনন্ত আঁধার 
তবু সাঁতরে পার হই জীবন 
দূরে দুচোখের জলে ভাসে এক চেনা মুখ 
জলে তার কামরাঙা ছায়া 
বিষবৃক্ষ বুক।

আজও যীশু বলেন, অন্ধজনে দেহ আলো 
মৃতজনে প্রাণ
কারা যেনো বলে জীবন মৃত্যু পরস্পর সহাবস্থান।





















*****************************************************************************************************



হামিদুল ইসলাম

জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব‍্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস। 

তিনটি ই কাব‍্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন‍্যাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন