রিজভী হাসনাত * দুটি কবিতা
![]() |
কিছুক্ষণ
মন খারাপ হলে
এদিক ওদিক করি
জোড়ে দৌড় দিয়ে তোমার সীমানা ছাড়িয়ে যাই
পাখিরা এসে সান্ত্বনা দেয়
নিবিড় ডুয়ার্স
বন্য হাতিরা ধীর পায়ে চলে
চন্চল মনে রাত প্রবেশ করে
জোনাকিরা পাখা মেলে দেয়, আলোকিত গোটা বন,
অন্ধকারে থেমে যায় পদযাত্রা কিছুক্ষণ।
আপাতত
একা থাকার শহরে
এক টুকরো প্লট বরাদ্দ পেয়েছি
ভোর হলে জানালা খুলে দিই
হাসিমুখে রোদ ঘরে ঢুকে
জিজ্ঞেস করে কেমন করে বাঁচি?
কথা ছাড়া,মানুষ ছাড়া
আপাতত এখানেই আছি।
************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন