বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মধুপর্ণা বসু





মধুপর্ণা বসু * দুটি কবিতা 







সমাপনী


যতই প্রথম আলো অস্ফুট উত্তর ভাগ ছুঁয়েছে

সমস্ত সত্ত্বাকে নিস্ক্রিয় করেছি বানপ্রস্থ কামনায়

এ কোন মহানুভাব তন্ময়তা নয়, মহাবোধি নয়

শুধু ভীষণতম অপরাধের স্বীকার করে অস্ত্র ত্যাগ-

সর্বতোভাবে প্রমাণ রেখে নিজের মুক্তমন আবিষ্কার

চোরাগোপ্তা সমস্ত পাপ, ইচ্ছাকৃত ভুলের হত্যা সুখ!

তিলে তিলে সঞ্চয় করে রাখতে বদ্ধপরিকর মন

এবার শেষ বাদ্য, অন্তিম সরবতা ভেঙে গুঁড়িয়ে

কলমের নিবে বুক ছিন্ন দিলাম অপাপ রক্তবিন্দু,

কোন ফলপ্রাপ্তি নয়, পুরস্কার নয়, সুখলাভ সেও না

নির্ভুল সমাপন লিখে রাখলাম আলো আঁধারের যুদ্ধে

এবার মগ্ন চৈতন্যে দু'পা অগ্রসর হোক তমসা সুখ।



ক্যামেলিয়ান


এই আপেক্ষিক প্রাত্যহিকে কথারা দোভাষী হয়

মানুষ তুমি কেন প্রয়োজনের অতিরিক্ত দ্বিমুখী?

আমি শুধু জন্মের ভাষায় ভিক্ষে করেছি প্রেম,

আপৎকালীন বিশ্বাস আর ভালোবাসা আশ্রয়।

দুটো ফ্যাদম সদৃশ চোখ, মাথায় যত্নে রাখা হাত

বুকে রাখা ছায়াচ্ছন্ন ঠোঁটের নিরাপদ উঠোন।

এ হেন ঠিকানায় ঋতু পরিবর্তন আসে নিঃশব্দে,

নেমপ্লেট বদলে যায়, তুচ্ছ অহং অথবা বেঘোরে

পরিচিত মুখ ক্যামোফ্লাজ চরিত্রে বিধ্বংসী মেঘ।


যোগ্যতমের উদ্বর্তন সূত্রে মৃত্যু পূর্ব  ঠিকানা চাই যে..

ভালোবাসা বিশ্বাস রঙচঙে প্রযুক্তিতে নিরন্তর বদল

প্রেম অতএব অতিথি নামহীন ফুরফুরে মেজাজে

নিরন্তর বহুরূপী, ভাগ্যান্বেষী ক্যামেলিয়ান।




*******************************************************************




মধুপর্ণা বসু


মধুপর্ণা বসু,  কলকাতা আলিপুর বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বি.এড।  ২০১৭ থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় এবং  পত্রপত্রিকায় লেখা শুরু। ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে চারটি বই প্রকাশিত হয়েছে। প্রথম কবিতার বই 'মেঘের চিঠি' এরপর 'মোহনার দিকে', ' ঝরা পাতার কথারা' এবং ২০২৪ এ ‘বোহেমিয়ান' প্রকাশিত হয়েছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন