বনশ্রী রায় দাস * দুটি কবিতা
উদ্ভ্রান্ত সময়
লবঙ্গলতাগন্ধী আঙুলে
বারবার ছুঁয়েছিল কলমের ঠোঁট ?
নরম শরীরে তার বিঁধেছিল ক্ষত ,
ফিরে গেছে অভিমানী রাধা'র মত
সাধের মেহফিল ছেড়ে
নিদ্রাহীন শরীর
অ্যাংজাইটি রোগে ফ্যাকাসে,
কিংবা চন্দ্রাহত সাপিনীর ভয় ----
পরিচয় ভুলিয়ে দিচ্ছে সতত
ঈশ্বর বললেন
বেঁধে রাখলে রক্তবর্ণ
অহংকারী উঠোন
এই তো নতুন ধান ঘরে
গুঁড়ো গুঁড়ো লেগে জীবনের পালক
কাঁসাইয়ের চরে মাছরাঙা
গতরাতে সেও দেখেছে
নতুন বাসার স্বপ্ন
পৌষালি জলে দুলে ওঠে নোলক
আবার কোথায় চললে কুটো কামড়ে ,
আলভাঙা মিঠে রোদ
শিশুর হাড়মাস শক্ত করে ,
মন শক্ত করার ওষধি কোথায় ?
ঈশ্বর বললেন সে লুকিয়ে আছে
তোমারই ভিতর, জখমে আঘাতে
**************************************************************************************************
জন্মস্থান: অখণ্ড মেদিনীপুর জেলার তামলদা গ্রামে। শিক্ষা : ইতিহাসে স্নাতক বিদ্যাসাগর ইউনিভার্সিটি।প্রকাশিত কাব্যগ্রন্থ ছয়টি। নৈঃশব্দ্যের বতিঘর । অনন্তের স্পর্শধ্বনি । মগ্ন জলের অন্তরা । বেদুইন মেঘের ইশারা। শূন্য প্রহরের স্বরগ্রামে। আদিম স্রোতের সংলাপ। প্রবন্ধ গ্রন্থ প্রকাশের পথে। পুরষ্কার ও সম্মাননা : অনন্তের স্পর্শধ্বনি কাব্যগ্রন্থের জন্য " নবপ্রভাত " রজতজয়ন্তী সম্মাননা ও পুরস্কার ২০১৭ " মগ্ন জলের অন্তরা " লাভ করেছে " ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার "২০১৯ । দুই বাংলার অক্ষরকর্মী পদক । "যদি জানতে" সম্মাননা গ্রহণ ২০২১ সালে । "পাইওনিয়ার শ্রুতি সন্ধ্যা'র" পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ কবি সম্মাননা ও পুরস্কার লাভ ২০২২ ।"শব্দরেণু " সম্মাননা --- ২০২৩ ইত্যাদি





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন