বুধবার, ১ অক্টোবর, ২০২৫

অশোক অধিকারী



অশোক অধিকারী * দুটি কবিতা


পুতুলঘর


লম্বা পুতুল বেঁটে পুতুল স্কন্দকাটা কিংবা অপ্রকৃতিস্থ 

সবারই একটা চাহিদা -‘আমাকে নির্মাণ করো।’

শিল্পী তো ভয়ে আকুল নির্মাণের ছক তার জানা

কিন্তু আদল পেলেই যদি আমারই শরীর চায়।


অপরাধের কোনো বিশ্রাম নেই। ছোট বড় মেজো সেজো

বাঁকা ট্যারা সবাই ভাঙাচোরা শরীর চায়

একদিন এককোট রঙ খেয়ে সে গিয়ে দাঁড়ায়

নিরামিষভোজী বানরের কাছে।


ডারউইন বাদ গেছে তবু তার অস্তিত্বে এখনও ঘাম

অশ্রুর সহাবস্থান। পুতুলঘরে তারই মহড়া দিনমান।











গুমোট 


তুমিই আমার সবচেয়ে বড় অস্ত্র। চুপচাপ নিঃশ্বাসের 

সংশ্লেষে আমি শাসন করি এই মৃগয়া ক্ষেত্র;

দূরে থমকে আছে বাতাস-উপদ্রুত খড়কুটো


আর্দ্রতা আমার বড়ো পছন্দের ;কোনো

অস্ত্র লাগেনা শুধু আড়চোখে দেখে নেওয়া।

তারপর আরাম উপভোগ; এখন পৃথিবীর 

সেরা অস্ত্র গুমোট। বোবার শত্রু নেই-তবুও












**************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন