তনয় ভট্টাচার্য * দুটি ছড়া
আলোর বাগান
কচি দুই হাতে আলোর মালায় বাগান সাজায় খুকু
সূর্যের থেকে হাসি হাসি মুখে নিয়ে এসে আলোটুকু।
নিষ্পাপ চোখ বড় তার রোখ ঘনকালো চুলে নদী
ফুলের সুবাস বাগানের মাঝে ব’য়ে চলে নিরবধি।
দুষ্টু-দত্যি,জবরদস্তি নিলো যে দখল তার
খুকুর বন্ধু যারা এসেছিল,ভয়েই পগারপার।
সূর্যমামা তো রেগেই আগুন এমন কাণ্ড দেখে
দানব জব্দ,করলো খুকুই মামাকে সামনে রেখে।
নাকাল দত্যি কেঁদে কেঁদে বলে 'ভালো হয়ে যাবো আমি
শিশুদের হাসি আজ থেকে হলো আমার কাছেও দামি'।
মগের মুলুক
প্রতিবেশীর লজ্জা ভীষণ পড়শির ছলনায়
ঘুণ ধরেছে সমাজ-হাড়ে এবং যে মজ্জায়।
পুরুষ্টু ফুল হাসে যদি,পিশাচ দলে দলে
ছিন্নভিন্ন করে তাদের নানান ছলেবলে।
মগমুলুকে সাতঅছিলায় আপনি-মোড়ল যত
করছে দেদার লন্ডভন্ড মুখে কাজের ব্রত।
সূর্য ভাবে মুখ লুকাবে মেঘের অন্তরালে
দূর্যোধনদের হাসি চওড়া হচ্ছে দ্রুততালে।
**********************************************************************************
তনয় ভট্টাচার্য
জন্ম--জানুয়ারি ১৯৫২ জন্মস্থান--সহজপুর।(পূর্ববর্ধমা
পেশা-পেনশানভোগী।পড়াশোনা-ইস্টা
অল্প বয়স থেকে বাবার উৎসাহে লেখালেখি।পরে চাকুরি ও সংসারজীবন বেশ কয়েক বছর কেড়ে নিয়েছে সাহিত্য-চর্চা থেকে।অবসর গ্রহণের পর লেখালেখির আবার শুরু।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন